সিরাজগঞ্জের যমুনা নদীতে ৩৯ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কড্ডার মোড় বাজারে বিক্রির জন্য মাছটি তোলা হয়।
এ সময় মাছটি দেখতে উৎসুখ জনতা ভিড় করেন।
স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে জেলেরা যমুনা নদীতে মাছ ধরতে যায়। এ সময় জালে ৩৯ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়ে। পরে মাছটি কড্ডার মোড় বাজারে তোলার পর দাম হাকা হয় ৫০ হাজার টাকা।
মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, মাছটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা পাইনি। এজন্য কেটে বিক্রির সিদ্ধান্ত নেই। প্রতি কেজি ১৩০০ টাকা করে বিক্রি করছি। মাছটি সম্পূর্ণ বিক্রি হলে মোট ৫০ হাজার টাকা পাবো।
মাছ কিনতে আসা ইয়াসিন আলী বলেন, দীর্ঘদিন পর কড্ডার মোড় বাজারে এতো বড় মাছ উঠেছে। এমন বড় মাছ সবসময় বাজারে দেখা যায় না। মাছটি অনেক বড় হওয়ায় সেটাকে কেটে কেজি দরে বিক্রি করা হচ্ছে। নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হয় বলে আমিও এক কেজি কিনেছি।