ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এবার ট্রাম্পের বিরুদ্ধে সুর চড়ালেন হিলারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬
  • ২৪৯ বার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে চাপানউতোরের সুর ততোই বাড়ছে।রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সবসময়ই কড়া ভাষায় কথা বলেন৷ এবার সুর চড়ালেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।

নির্বাচনী প্রচারে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কড়া ভাষা ব্যবহার করলেন, সচরাচর যা তিনি করেন না৷৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন৷ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন৷ হিলারি তো বটেই, কৃষ্ণাঙ্গ থেকে মুসলিম, বিভিন্ন প্রেক্ষিতে তার কঠোর ভাষা অনেক ক্ষেত্রেই হয়ে উঠেছে ‘অগণতান্ত্রিক’৷ হিলারিকে শয়তান বলতেও দুবার ভাবেননি নিউইয়র্কের এই ধনকুবের।এ জন্য কড়া সমালোচনার মুখেও পড়েছেন ট্রাম্প৷ সেই তুলনায় অনেক সংযত হিলারি৷ কিন্তু ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনিও সুর চড়াচ্ছেন৷

সাম্প্রতিক জনমত সমীক্ষায়, এখনও ট্রাম্পের থেকে ৮ শতাংশ বেশি ভোটারের সমর্থন রয়েছে হিলারির৷ বিদ্বেষমূলক মন্তব্য করলেও রিপাবলিকান প্রার্থী মার্কিনীদের মন জয় করতে পারেননি৷ কাজে আসেনি তার ‘ঘৃণা ছড়ানোর’কৌশল৷ সেজন্য বিতর্কিত মন্তব্যের জন্য সম্প্রতি দুঃখপ্রকাশ করেছেন ট্রাম্প৷

কৃষ্ণাঙ্গদের কাছে সরাসরি ভোট প্রার্থনা করেছেন ট্রাম্প৷ কিন্তু হিলারি তাকে জমি ছাড়তে চাইছেন না৷ ট্রাম্পের বর্ণবিদ্বেষী চরিত্রকেই কঠোর ভাষায় আক্রমণ করেছেন হিলারি৷নেভাডায় রেনোয় কলেজ ক্যাম্পাসে নির্বাচনী সভায় হিলারি বলেন, ‘ট্রাম্প চরম বর্ণবিদ্বেষী৷ জাতিভেদ তৈরি করতে ঘৃণা ছড়ান৷এটাই তার ইতিহাস৷ এ কাজের জন্য তিনি অনুতপ্তও নন।’

হিলারিকে এর আগে এত কড়া ভাষায় আক্রমণ করতে শোনা যায়নি৷ ডেমোক্র্যাট প্রার্থী ট্রাম্প সম্পর্কে তিনি বলেন,’নিজের ক্যাসিনোতে কৃষ্ণাঙ্গদের চাকরি দিতেন না ট্রাম্প৷ একজন ব্যবসায়ী হিসেবে তিনি কৃষ্ণাঙ্গদের বঞ্চিত করেছেন৷ এ জন্য তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে৷’

ট্রাম্পকে চরম দক্ষিণপন্থী হিসেবে চিহ্নিত করে হিলারি বলেন, ‘এই শক্তি রিপাবলিকান পার্টিকে দখল করে নিয়েছে৷ রিপাবলিকান পার্টির যে দর্শনের কথা আমরা জানি, এটা তার সঙ্গে মেলে না৷’

রিপাবলিকান সমর্থকদের একাংশকে নিজের দিকে টানতে চান হিলারি৷ সেই লক্ষ্যেই তাঁর এই মন্তব্য৷ডেমোক্র্যাট প্রার্থীর ভাষায়,’ট্রাম্পের ভাবনা বর্ণবিদ্বেষ ছড়ায়৷ তিনি নারী বিরোধী, মুসলিম বিরোধী৷ এমন ব্যক্তির হাতে দেশ চালানোর ভার দেয়া যায় না৷ এ ধরনের মানুষকে সেনার সর্বোচ্চ কমান্ডার করাও যায় না৷’

হিলারির সভা শেষ হওয়ার পরই ট্রাম্পের টুইট,’হিলারি অনৈতিক কথা বলেছেন৷ এটা সমাজের ক্ষতি করবে৷ হিলারির নিজের সম্পর্কে লজ্জিত হওয়া উচিত৷’ টেলিভিশন সাক্ষাতকারে রিপাবলিকান প্রার্থী বলেন, ‘হিলারির নীতি অসহিষ্ণু৷ তার কৌশল কাজে আসবে না৷’

জনসভায় ট্রাম্পের তোপ,’মুসলিমদের সম্পর্কে অনেক কথা বলছেন ডেমোক্র্যাট প্রার্থী৷ এ সব তাদের সমর্থন পাওয়ার জন্য৷ আদতে তিনি মুসলিমদের জন্য কিছুই করেননি৷’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

এবার ট্রাম্পের বিরুদ্ধে সুর চড়ালেন হিলারি

আপডেট টাইম : ১২:৩১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে চাপানউতোরের সুর ততোই বাড়ছে।রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সবসময়ই কড়া ভাষায় কথা বলেন৷ এবার সুর চড়ালেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।

নির্বাচনী প্রচারে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কড়া ভাষা ব্যবহার করলেন, সচরাচর যা তিনি করেন না৷৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন৷ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন৷ হিলারি তো বটেই, কৃষ্ণাঙ্গ থেকে মুসলিম, বিভিন্ন প্রেক্ষিতে তার কঠোর ভাষা অনেক ক্ষেত্রেই হয়ে উঠেছে ‘অগণতান্ত্রিক’৷ হিলারিকে শয়তান বলতেও দুবার ভাবেননি নিউইয়র্কের এই ধনকুবের।এ জন্য কড়া সমালোচনার মুখেও পড়েছেন ট্রাম্প৷ সেই তুলনায় অনেক সংযত হিলারি৷ কিন্তু ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনিও সুর চড়াচ্ছেন৷

সাম্প্রতিক জনমত সমীক্ষায়, এখনও ট্রাম্পের থেকে ৮ শতাংশ বেশি ভোটারের সমর্থন রয়েছে হিলারির৷ বিদ্বেষমূলক মন্তব্য করলেও রিপাবলিকান প্রার্থী মার্কিনীদের মন জয় করতে পারেননি৷ কাজে আসেনি তার ‘ঘৃণা ছড়ানোর’কৌশল৷ সেজন্য বিতর্কিত মন্তব্যের জন্য সম্প্রতি দুঃখপ্রকাশ করেছেন ট্রাম্প৷

কৃষ্ণাঙ্গদের কাছে সরাসরি ভোট প্রার্থনা করেছেন ট্রাম্প৷ কিন্তু হিলারি তাকে জমি ছাড়তে চাইছেন না৷ ট্রাম্পের বর্ণবিদ্বেষী চরিত্রকেই কঠোর ভাষায় আক্রমণ করেছেন হিলারি৷নেভাডায় রেনোয় কলেজ ক্যাম্পাসে নির্বাচনী সভায় হিলারি বলেন, ‘ট্রাম্প চরম বর্ণবিদ্বেষী৷ জাতিভেদ তৈরি করতে ঘৃণা ছড়ান৷এটাই তার ইতিহাস৷ এ কাজের জন্য তিনি অনুতপ্তও নন।’

হিলারিকে এর আগে এত কড়া ভাষায় আক্রমণ করতে শোনা যায়নি৷ ডেমোক্র্যাট প্রার্থী ট্রাম্প সম্পর্কে তিনি বলেন,’নিজের ক্যাসিনোতে কৃষ্ণাঙ্গদের চাকরি দিতেন না ট্রাম্প৷ একজন ব্যবসায়ী হিসেবে তিনি কৃষ্ণাঙ্গদের বঞ্চিত করেছেন৷ এ জন্য তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে৷’

ট্রাম্পকে চরম দক্ষিণপন্থী হিসেবে চিহ্নিত করে হিলারি বলেন, ‘এই শক্তি রিপাবলিকান পার্টিকে দখল করে নিয়েছে৷ রিপাবলিকান পার্টির যে দর্শনের কথা আমরা জানি, এটা তার সঙ্গে মেলে না৷’

রিপাবলিকান সমর্থকদের একাংশকে নিজের দিকে টানতে চান হিলারি৷ সেই লক্ষ্যেই তাঁর এই মন্তব্য৷ডেমোক্র্যাট প্রার্থীর ভাষায়,’ট্রাম্পের ভাবনা বর্ণবিদ্বেষ ছড়ায়৷ তিনি নারী বিরোধী, মুসলিম বিরোধী৷ এমন ব্যক্তির হাতে দেশ চালানোর ভার দেয়া যায় না৷ এ ধরনের মানুষকে সেনার সর্বোচ্চ কমান্ডার করাও যায় না৷’

হিলারির সভা শেষ হওয়ার পরই ট্রাম্পের টুইট,’হিলারি অনৈতিক কথা বলেছেন৷ এটা সমাজের ক্ষতি করবে৷ হিলারির নিজের সম্পর্কে লজ্জিত হওয়া উচিত৷’ টেলিভিশন সাক্ষাতকারে রিপাবলিকান প্রার্থী বলেন, ‘হিলারির নীতি অসহিষ্ণু৷ তার কৌশল কাজে আসবে না৷’

জনসভায় ট্রাম্পের তোপ,’মুসলিমদের সম্পর্কে অনেক কথা বলছেন ডেমোক্র্যাট প্রার্থী৷ এ সব তাদের সমর্থন পাওয়ার জন্য৷ আদতে তিনি মুসলিমদের জন্য কিছুই করেননি৷’