সোমবার দিনভর রাজধানীতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও কয়েক মিনিটের রাস্তা পেরোতে পারেননি নগরবাসী।
তীব্র এই যানজটের ব্যাখ্যা দিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াঁ। তিনি বলেন, সোমবার সকাল থেকে রাষ্ট্রপতির দুইবার মুভমেন্ট ছিল। এর ওপর বৃষ্টি আর ভাঙা রাস্তা। সব মিলে যানজট বেড়ে যায়।
সোমবার বিকালে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
রাজধানীর যানজট নিয়ন্ত্রণে পুলিশ দৃঢ়ভাবে কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার।