বিশ্বের সম্পদশালী শীর্ষ ১০ ধনী দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় প্রধান অর্থনীতির দেশগুলোরই প্রাধান্য রজায় রয়েছে। এসব দেশের মধ্যে এমন দেশও রয়েছে, যে দেশের সম্পদের পরিমাণ ছয় মাসে এক লাফে ২০০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বেড়েছে। আজ ২৩ আগস্ট মঙ্গলবার বাজার ও সম্পদ গবেষণা কোম্পানি ‘নিউ ওয়ার্ল্ড
ওয়েলথ’ প্রকাশিত শীর্ষ ধনী দেশের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এই তালিকায় শীর্ষেস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র; দেশটির মোট সম্পদের পরিমাণ ৪৮ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের পরেই শীর্ষে যে নয়টি দেশ রয়েছে সেগুলো ধারাবাহিক ভাবে, চীন, জাপান, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইতালি।
শীর্ষ ১০ ধনী দেশের তালিকায় অস্ট্রেলিয়া উঠে আসায় বিশ্লেষকরা বিস্ময় প্রকাশ করেছেন। দেশটির ২ কোটি ২২ লাখ জনসংখ্যা থাকলেও ৯ নম্বর শীর্ষ ধনী দেশের জায়গা দখল করেছে। গত এক বছরে কানাডার অর্থনীতির আকার ইতালিকে ছাড়িয়ে গেছে; যেখানে গত ১৫ বছর ধরে চীনের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেয়েছে।