স্বর্ণ যেহেতু আমদানিকৃত একটি উপাদান সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে সোনার দাম প্রায় প্রতিনিয়তই উঠা-নামা করতে থাকে। এই দাম বাজুস কর্তৃক সঠিকরূপে নির্ধারণ করা হয়ে থাকে। বাংলাদেশে স্বর্ণের দাম কত চলছে সে সম্পর্কে জানতে আগ্রহী সকলকে ৩০ জুলাই ২০২৪ তারিখের পণ্যটির দাম জানানো হলো।
ইতিমধ্যেই গত ১২ জুন ২০২৪, বাজুস কর্তৃক আবারো নতুন করে নির্ধারিত হয়েছে বাংলাদেশে বিভিন্ন ক্যারেট স্বর্ণের মূল্য। আমদানিকৃত বস্তু হিসাবে উক্ত নির্ধারিত দাম অনুযায়ী বাংলাদেশের স্বর্ণের দাম বেড়েছে বই কমেনি। নির্ধারিত নতুন দাম অনুযায়ী অলংকার উপযুক্ত সর্বোত্তম বিশুদ্ধ ২২ ক্যারেট হলমার্ককৃত প্রতি ১১.৬৬৪ গ্রাম (১ ভরি) সোনার দাম ১,১৬,৯৫৪ টাকা। এছাড়াও, বিশুদ্ধ ২৪ ক্যারেট প্রতি ১১.৬৬৪ গ্রাম (১ ভরি) পাকা সোনার মূল্য আনুমানিক ১,২১,৬২০ টাকা। একই সময়, অলংকার উপযুক্ত বিশুদ্ধ ২১ ক্যারেট হলমার্ককৃত প্রতি ১১.৬৬৪ গ্রাম (১ ভরি) সোনার দাম ১,১১,৬৩৬ টাকা। একই প্রকার হলমার্ককৃত বিশুদ্ধ ১৮ ক্যারেট প্রতি ১১.৬৬৪ গ্রাম (১ ভরি) সোনার দাম ৯৫,৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ১১.৬৬৪ গ্রাম (১ ভরি) সোনার দাম ৭৯,১১৬ টাকা চলছে আজ।
টেবিল মাধ্যমে সাজিয়ে পাই
স্বর্ণের প্রকারভেদ দাম (১ ভরি)
২৪ ক্যারেট ১,২১,৬২০ টাকা (আনুমানিক)
২২ ক্যারেট ১,১৬,৯৫৪ টাকা
২১ ক্যারেট ১,১১,৬৩৬ টাকা
১৮ ক্যারেট ৯৫,৬৯১ টাকা
সনাতন পদ্ধতিতে ৭৯,১১৬ টাকা