ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চীনের প্রেসিডেন্ট ঢাকা আসছেন ১০ অক্টোবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬
  • ২৪৭ বার

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের সফরে ঢাকা আসছেন আগামী ১০ অক্টোবর। ঢাকা সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এ সময় দু’দেশের মধ্যে ছয়টি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে জানা গেছে।

চীনের প্রেসিডেন্টের সফরকালে দু’ দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও সামরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। সফরকালে চীনের প্রেসিডেন্ট কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজের উদ্বোধন

করতে পারেন বলে জানা গেছে। চীনের সহযোগিতায় এ টানেল নির্মাণের জন্য ইতিমধ্যে দু`দেশের সঙ্গে একটি চুক্তিও হয়েছে। এ টানেলের মূল দৈর্ঘ্য হবে তিন হাজার ৪০০ মিটার।

এ ছাড়া টানেলের পশ্চিম পাশে ৭৪০ মিটার এবং পূর্ব পাশে ৪৫২ মিটার দীর্ঘ সংযোগ সড়ক নির্মাণ করা হবে। চলতি বছর শুরু হয়ে এর নির্মাণকাজ শেষ হবে ২০২০ সালের ডিসেম্বরে। নির্মাণে খরচ পড়বে সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে চীন দেবে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। বাকি খরচ বাংলাদেশ সরকার বহন করবে।

চীনা প্রেসিডেন্টের সফরের প্রস্তুতি বৈঠক হিসেবে আগামী সোমবার বাংলাদেশ ও চীনের মধ্যে ১৪তম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভা ঢাকায় অনুষ্ঠিত হবে। ২০১৪ সালের ৪ জুন চীনের কুনমিং শহরে সর্বশেষ ও ১৩তম জেইসি সভা হয়েছিল। এবারের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন। চীনের সহকারী বাণিজ্যমন্ত্রী গাও ইয়ান দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

চীনের প্রেসিডেন্ট ঢাকা আসছেন ১০ অক্টোবর

আপডেট টাইম : ১১:২৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের সফরে ঢাকা আসছেন আগামী ১০ অক্টোবর। ঢাকা সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এ সময় দু’দেশের মধ্যে ছয়টি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে জানা গেছে।

চীনের প্রেসিডেন্টের সফরকালে দু’ দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও সামরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। সফরকালে চীনের প্রেসিডেন্ট কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজের উদ্বোধন

করতে পারেন বলে জানা গেছে। চীনের সহযোগিতায় এ টানেল নির্মাণের জন্য ইতিমধ্যে দু`দেশের সঙ্গে একটি চুক্তিও হয়েছে। এ টানেলের মূল দৈর্ঘ্য হবে তিন হাজার ৪০০ মিটার।

এ ছাড়া টানেলের পশ্চিম পাশে ৭৪০ মিটার এবং পূর্ব পাশে ৪৫২ মিটার দীর্ঘ সংযোগ সড়ক নির্মাণ করা হবে। চলতি বছর শুরু হয়ে এর নির্মাণকাজ শেষ হবে ২০২০ সালের ডিসেম্বরে। নির্মাণে খরচ পড়বে সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে চীন দেবে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। বাকি খরচ বাংলাদেশ সরকার বহন করবে।

চীনা প্রেসিডেন্টের সফরের প্রস্তুতি বৈঠক হিসেবে আগামী সোমবার বাংলাদেশ ও চীনের মধ্যে ১৪তম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভা ঢাকায় অনুষ্ঠিত হবে। ২০১৪ সালের ৪ জুন চীনের কুনমিং শহরে সর্বশেষ ও ১৩তম জেইসি সভা হয়েছিল। এবারের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন। চীনের সহকারী বাণিজ্যমন্ত্রী গাও ইয়ান দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।