ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে নতুন সামরিক অভিযান কী জঙ্গিবাদ রুখতে পারবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ৯ বার

জঙ্গিবাদ রুখতে এবং সশস্ত্র সংঘাত নিয়ন্ত্রণে এক নতুন সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার ‘আযম-ই-ইসতেহকাম’ (উর্দু এই শব্দের অর্থ হচ্ছে স্থিতিশীলতা) নামের একটি অভিযান শুরু করেছে।

গত দুই বছরে দক্ষিণ এশিয়ার দেশটিতে সহিংস হামলার ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে। এসব হামলায় চলতি বছর অন্তত ৬২ সেনা প্রাণ হারিয়েছেন। সামরিক বাহিনী জানিয়েছে, তারা গোয়েন্দা সূত্র নির্ভর ১৩ হাজারের বেশি অভিযান চালিয়ে ২৪৯ ব্যক্তিকে হত্যা এবং ৩৯৬ জনকে গ্রেপ্তার করেছে৷ নিহতরা ‘সন্ত্রাসী’ বলে দাবি করেছে সামরিক বাহিনী।

এসব হামলার অধিকাংশের দায় স্বীকার করেছে তাহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। একাধিক উগ্র ইসলামপন্থি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই গোষ্ঠীটি পাকিস্তানে সরকার উৎখাত করতে চায়। টিটিপি ইসলামের সবচেয়ে কট্টর ব্যাখ্যার প্রয়োগ ঘটিয়ে পাকিস্তান শাসন করতে চায়।

আদর্শগত দিক থেকে গোষ্ঠীটির সঙ্গে আফগান তালেবানের মিল রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা পুর্নদখল করে নেয় তালেবান।

ইসলামাবাদ তারপর থেকে বারবার অভিযোগ করে আসছে যে পাকিস্তানে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। আফগান তালেবান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

পাহাড়ি প্রদেশ খাইবার পাখতুনখা উগ্র ইসলামপন্থি গোষ্ঠীগুলোর নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত। সেখানে টিটিপি এবং সেটির স্থানীয় সংগঠন ‘ইসলামিক স্টেট’ সক্রিয় রয়েছে।

নতুন পরিকল্পনায় পাকিস্তানের অভ্যন্তরের পাশাপাশি সীমান্তের ওপারে আফগানিস্তানেও জঙ্গি নিধন অভিযান চালানোর কথা বলছে ইসলামাবাদ। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘পাকিস্তানের সার্বভৌমত্বের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই।’

এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এই বিষয়ে ডয়চে ভেলেকে বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্বিচারে পদক্ষেপ নেওয়া হবে। রাষ্ট্রবিরোধী নৈরাজ্যবাদী এবং ধর্মান্ধদের বিরুদ্ধে অভিযান চালানো হবে তা তারা যে সম্প্রদায় বা ধর্মেরই হোক না কেন।’

কেউ কেউ আশঙ্কা করছেন, নতুন এই অভিযানের কারণে ইসলামাবাদের সঙ্গে কাবুল শাসন করা তালেবানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।

ব্রুকিংস ইনস্টিটিউশনের মাদিহা আফজাল বলেন, ‘নতুন সন্ত্রাসবিরোধী অভিযান এমন এক সময়ে পরিচালনা করা হচ্ছে যা অন্য আরও কারণের প্রতিফলন মনে হচ্ছে। পাকিস্তান টিটিপির সঙ্গে আলোচনার ক্ষেত্রে সব বিকল্প চেষ্টা করে ফেলেছে এবং এখন আফগান তালেবানকে টিটিপির ওপর চাপ দিতে বলছে।’

তিনি মনে করেন যে টিটিপির সঙ্গে আলোচনার চেষ্টা এবং গোষ্ঠীটির ওপর চাপ প্রয়োগে কাজ হয়নি।

গত মার্চে পাকিস্তান আফগানিস্তানে অবস্থান করা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলোর আস্তানায় বিমান হামলা চালিয়েছিল। দেশটি সাধারণত এ ধরনের হামলা চালায় না।

সেই হামলায় আট ব্যক্তি প্রাণ হারান এবং আফগান বাহিনী সীমান্তে পাকিস্তানের দিকে গুলি ছুড়ে।

পাকিস্তানে সবাই অবশ্য সামরিক অভিযানের পক্ষে নন। দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত সপ্তাহে জানিয়েছেন যে তিনি উত্তরপশ্চিমাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলে সামরিক অভিযান চালানোর বিপক্ষে।

তিনি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে এই অভিযানের বিপক্ষে অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন।

পিটিআই বর্তমানে প্রাদেশিক পর্যায়ে খাইবার পাখতুনখা শাসন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

পাকিস্তানে নতুন সামরিক অভিযান কী জঙ্গিবাদ রুখতে পারবে

আপডেট টাইম : ১১:০০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

জঙ্গিবাদ রুখতে এবং সশস্ত্র সংঘাত নিয়ন্ত্রণে এক নতুন সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার ‘আযম-ই-ইসতেহকাম’ (উর্দু এই শব্দের অর্থ হচ্ছে স্থিতিশীলতা) নামের একটি অভিযান শুরু করেছে।

গত দুই বছরে দক্ষিণ এশিয়ার দেশটিতে সহিংস হামলার ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে। এসব হামলায় চলতি বছর অন্তত ৬২ সেনা প্রাণ হারিয়েছেন। সামরিক বাহিনী জানিয়েছে, তারা গোয়েন্দা সূত্র নির্ভর ১৩ হাজারের বেশি অভিযান চালিয়ে ২৪৯ ব্যক্তিকে হত্যা এবং ৩৯৬ জনকে গ্রেপ্তার করেছে৷ নিহতরা ‘সন্ত্রাসী’ বলে দাবি করেছে সামরিক বাহিনী।

এসব হামলার অধিকাংশের দায় স্বীকার করেছে তাহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। একাধিক উগ্র ইসলামপন্থি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই গোষ্ঠীটি পাকিস্তানে সরকার উৎখাত করতে চায়। টিটিপি ইসলামের সবচেয়ে কট্টর ব্যাখ্যার প্রয়োগ ঘটিয়ে পাকিস্তান শাসন করতে চায়।

আদর্শগত দিক থেকে গোষ্ঠীটির সঙ্গে আফগান তালেবানের মিল রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা পুর্নদখল করে নেয় তালেবান।

ইসলামাবাদ তারপর থেকে বারবার অভিযোগ করে আসছে যে পাকিস্তানে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। আফগান তালেবান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

পাহাড়ি প্রদেশ খাইবার পাখতুনখা উগ্র ইসলামপন্থি গোষ্ঠীগুলোর নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত। সেখানে টিটিপি এবং সেটির স্থানীয় সংগঠন ‘ইসলামিক স্টেট’ সক্রিয় রয়েছে।

নতুন পরিকল্পনায় পাকিস্তানের অভ্যন্তরের পাশাপাশি সীমান্তের ওপারে আফগানিস্তানেও জঙ্গি নিধন অভিযান চালানোর কথা বলছে ইসলামাবাদ। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘পাকিস্তানের সার্বভৌমত্বের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই।’

এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এই বিষয়ে ডয়চে ভেলেকে বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্বিচারে পদক্ষেপ নেওয়া হবে। রাষ্ট্রবিরোধী নৈরাজ্যবাদী এবং ধর্মান্ধদের বিরুদ্ধে অভিযান চালানো হবে তা তারা যে সম্প্রদায় বা ধর্মেরই হোক না কেন।’

কেউ কেউ আশঙ্কা করছেন, নতুন এই অভিযানের কারণে ইসলামাবাদের সঙ্গে কাবুল শাসন করা তালেবানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।

ব্রুকিংস ইনস্টিটিউশনের মাদিহা আফজাল বলেন, ‘নতুন সন্ত্রাসবিরোধী অভিযান এমন এক সময়ে পরিচালনা করা হচ্ছে যা অন্য আরও কারণের প্রতিফলন মনে হচ্ছে। পাকিস্তান টিটিপির সঙ্গে আলোচনার ক্ষেত্রে সব বিকল্প চেষ্টা করে ফেলেছে এবং এখন আফগান তালেবানকে টিটিপির ওপর চাপ দিতে বলছে।’

তিনি মনে করেন যে টিটিপির সঙ্গে আলোচনার চেষ্টা এবং গোষ্ঠীটির ওপর চাপ প্রয়োগে কাজ হয়নি।

গত মার্চে পাকিস্তান আফগানিস্তানে অবস্থান করা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলোর আস্তানায় বিমান হামলা চালিয়েছিল। দেশটি সাধারণত এ ধরনের হামলা চালায় না।

সেই হামলায় আট ব্যক্তি প্রাণ হারান এবং আফগান বাহিনী সীমান্তে পাকিস্তানের দিকে গুলি ছুড়ে।

পাকিস্তানে সবাই অবশ্য সামরিক অভিযানের পক্ষে নন। দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত সপ্তাহে জানিয়েছেন যে তিনি উত্তরপশ্চিমাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলে সামরিক অভিযান চালানোর বিপক্ষে।

তিনি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে এই অভিযানের বিপক্ষে অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন।

পিটিআই বর্তমানে প্রাদেশিক পর্যায়ে খাইবার পাখতুনখা শাসন করছে।