ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের ‘ধংসাত্মক যুদ্ধের’ হুমকি দেশটিকে ধ্বংসের যোগ্য করে তুলেছে। শনিবার (২৯) জুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।
রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
‘এক্স’ পোস্টে কাটজ বলেন, ‘একটি শাসন ব্যবস্থা যারা ধ্বংসের হুমকি দেয় তারা ধ্বংস হওয়ার যোগ্য।’
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘লেবানন থেকে ইসরায়েলে গুলিবর্ষণ বন্ধ না করলে এবং সীমান্ত থেকে সরে না গেলে ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক শক্তি দিয়ে অভিযান শুরু করবে।’
ইরানের জাতিসংঘের মিশন গত শুক্রবার (২৮ জুন) হুমকি দিয়ে বলেছে, ‘যদি ইসরায়েল লেবাননে পূর্ণ মাত্রার সামরিক আগ্রাসন শুরু করে তাহলে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হবে।’
ইরানি মিশন ‘এক্স’ পোস্টে আরও জানায়, সমস্ত বিকল্প উপায়সহ সব প্রতিরোধ যোদ্ধাদের সম্পূর্ণ সম্পৃক্ততা আলোচনার টেবিলে রয়েছে।
গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের গুলি বিনিময় চলছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গত সপ্তাহে বলেছেন, ‘ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না; তবে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।