ষষ্ঠ জাতীয় কাউন্সিলের প্রায় সাড়ে চার মাস পর বিএনপির ৫০২ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে দলটি। ঘোষিত কমিটিতে প্রাধান্য পেয়েছে তারুণ্য এবং পরিবারতন্ত্র। অনেকাংশে এলাকা ভিত্তিকও গুরুত্ব পেয়েছে কমিটিতে। গুরুত্বপূর্ণ পদসহ উত্তরবঙ্গ কমিটির বেশিরভাগ স্থান দখল করে নিয়েছে। তবে সংখ্যার হিসাবে প্রাধান্য পেয়েছে ঢাকা ও চট্টগ্রাম। কমিটিতে অবহেলিত হয়েছে বরিশাল বিভাগ। বরিশাল বিভাগে কোটাভিত্তিক ছাড়া কেউ কোনো পদ পায়নি বলেই চলে।
সদ্য ঘোষিত বিএনপির কমিটিতে দেখা গেছে, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে (স্থায়ী পদ) বরিশাল পুরো বিভাগেও কেউ স্থান পায়নি। অথচ সব বিভাগেই স্থায়ী কমিটির সদস্য রয়েছে। গত কমিটিতেও এ পদে বরিশালের কেউ ছিলেন না। এবার অনেকে ধারণা করেছিলেন মহিলা কোটায় হলেও গত কমিটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এ পদে আসীন হবেন। কিন্তু তিনি ভাইস চেয়ারম্যানই রয়ে গেছেন।
গত ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার অনুমোদিত কমিটির নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা: বিএনপির নির্বাহী কমিটিতে ঢাকার ৩৫ জন স্থান পেয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় ফের স্থান পেয়েছেন নীতিনির্ধারণী ফোরামে। উপদেষ্টা হয়েছেন, আমান উল্লাহ আমান, কামরুল ইসলাম, ব্যারিস্টার জিয়াউর রহমান, ভাইস চেয়ারম্যান হয়েছেন, সাদেক হোসেন খোকা, আব্দুল মান্নান, মোসাদ্দেক আলী ফালু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, বাণিজ্য সম্পাদক সালাউদ্দিন আহমেদ, এম এ কাইয়ুম, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন, সমাজ সকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল বাশার, অর্পনা রায়, সহ মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা আব্বাস, সহ শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ন কবির খান, সদস্য সদস্য হয়েছেন ১৯ জন।
চট্রগ্রাম: বিএনপির নির্বাহী কমিটিতে চট্টগামের ২২জন স্থান পেয়েছেন। এদের মধ্যে স্থায়ী কমিটিতে নতুন স্থান পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা হয়েছেন জাফরুল হাসান, রোজী কবির, , গোলাম আকবর খন্দকার, ভাইস চেয়ারম্যান হয়েছেন, এম মোর্শেদ খান, আব্দুল্লাহ আল নোমান, মীর নাছির, গিয়াস কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব আসলাম চেীধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জলবায়ু বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক নুর- এ – আরা সাফা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী এবং নিবার্হী সদস্য হয়েছেন ৮ জন।
কুমিল্লা: বিএনপির নির্বাহী কমিটিতে কুমিল্লার ১৯ জন স্থান পেয়েছেন। এদের মধ্যে তিন জন স্থায়ী কমিটি, উপদেষ্টা তিন জন, ভাইস চেয়ারম্যান তিন জন। স্থায়ী কমিটির মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, উপদেষ্টাদের মধ্যে আছেন, সরোয়ারী রহমান, মনিরুল হক চৌধুরী, অধ্যাপিকা ড. শাহিদা রফিক। ভাইস চেয়ারম্যানদের মধ্যে স্থান পেয়েছেন, মিসেস রাবেয়া চৌধুরী, শাহ মোফাজ্জেল হোমেন কায়কোবাদ ও ও শওকত মাহমুদ। এছাড়াও গুরুত্বপূর্ণ সম্পাদকসহ বাকিরা নির্বাহী কমিটির সদস্য হয়েছেন।
বরিশাল: বিএনপির নির্বাহী কমিটিতে বরিশালের ৯ জন স্থান পেয়েছেন। তবে স্থায়ী কমিটিতে কেউ স্থান পায়নি। ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সদস্য ৬ জন।
রাজশাহী: বিএনপির নির্বাহী কমিটিতে রাজশাহীর ১৪ জন স্থান পেয়েছেন। এদের মধ্যে উপদেষ্টা অ্যাডভোকেট কবির হোসেন, মিজানুর রহমান মিনু, জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, সহ ধর্ম বিষয়ক সম্পাদক জন গোমেজ, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, সদস্য ৬ জন।
খুলনা: বিএনপির নির্বাহী কমিটিতে খুলনার ১৪ জন জন স্থান পেয়েছেন উপদেষ্টা অধ্যাপক মাজেদুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, তথ্য বিষয়ক আজিজুল বারী হেলাল, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সদস্য ৮ জন।
সিলেট: বিএনপির নির্বাহী কমিটিতে সিলেটের ১১ জন স্থান পেয়েছেন। এদের মধ্যে উপদেষ্টা তাহমিনা রুশদি লুনা, ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চেীধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সদস্য হয়েছেন ৬ জন।
রংপুর: বিএনপির নির্বাহী কমিটিতে রংপুরের ৪ জন স্থান পেয়েছেন। এর মধ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোজাফর হোসেন, সদস্য হয়েছেন ৩ জন।
বগুড়া: বিএনপির নির্বাহী কমিটিতে বগুড়ার ১৬ জন স্থান পেয়েছেন। এদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য তারেক রহমান, উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, অধ্যাপিকা তাজমেরী ইসলাম, ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন তালুকদার খোকা, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফরহাদ হোসেন ডোনার, সদস্য ৯ জন।
টাঙ্গাইল: বিএনপির নির্বাহী কমিটিতে টাঙ্গাইলে ১৩ জন স্থান পেয়েছেন। উপদেষ্টা লুৎফুর রহমান খান আজাদ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, অ্যাডভোকেট আহমেদ আজম খান, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, সহ তাঁতী বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ, সদস্য হয়েছেন ৭ জন।
নোয়াখালী: বিএনপির নির্বাহী কমিটিতে নোয়াখালীর ১০ জন স্থান পেয়েছেন। এদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন শাবু, এছাড়াও সদস্য হয়েছেন ৪ জন।
লক্ষীপুর: বিএনপির নির্বাহী কমিটিতে লক্ষ্মীপুরের ৭ জন স্থান পেয়েছেন। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন আবুল খায়ের ভূইয়া, ভাইস চেয়ারম্যান প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজাম, সদস্য ৩ জন।
ফেনী: বিএনপির নির্বাহী কমিটিতে ফেনীর ১৫ জন স্থান পেয়েছেন। এদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া, উপদেষ্টা কর্নেল (অব.) এম এ লতিফ, জয়নাল আবেদিন ভিপি, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সহ সাংগঠনিক সম্পাদক জালাল মজুমদার, সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, সদস্য ৮ জন।
যশোর: বিএনপির নির্বাহী কমিটিতে যশোর থেকে ১০ জন স্থান পেয়েছেন। এদের মধ্যে স্থায়ী কমিটিতে আছেন তরিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সদস্য হয়েছেন ৮ জন।
ঠাকুরগাও: বিএনপির নির্বাহী কমিটিতে ঠাকুরগাও-এর ৪ জন স্থান পেয়েছেন। এদের মধ্যে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এছাড়াও সদস্য হয়েছেন ৩ জন। এদের মধ্যে নতুন সদস্য হয়েছেন মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আলিম।
পটুয়াখালী: বিএনপির নির্বাহী কমিটিতে পটুয়াখালীর ৭ জন স্থান পেয়েছেন। ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ দফতর বিষয়ক সম্পাদক মুনির হোসেন, সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সদস্য হয়েছেন ৩ জন। এরা হলেন, ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার, শাহ মো. নেছারুল হক, হাসান মামুন।
নারায়ণগঞ্জ: বিএনপির নির্বাহী কমিটিতে নারায়ণগঞ্জের ১৩ জন স্থান পেয়েছেন। এদের মধ্যে উপদেষ্টা হয়েছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু, সহ বনও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনাকুল ইসলাম টিপু, সদস্য হয়েছেন ৯ জন।
এছাড়াও বিএনপির সকল জেলায় নতুন কমিটির গুরুত্বপূর্ন পদ সহ নির্বাহী কমিটির সদস্য হয়েছেন।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পূর্বপশ্চিমকে বলেন, বিএনপির ষষ্ঠ কাউন্সিলে কাউন্সিলরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কমিটি গঠনের ক্ষমতা অর্পন করেছেন। তিনি সেই ক্ষমতাবলে কমিটি গঠন করেছেন। তিনি জেলা বিশেষ কমিটি গঠন করেন নাই। তিনি ত্যাগী ও সাংগঠনিক দক্ষতা রয়েছে এমন ব্যক্তিদের কমিটিতে মনোনীত করেছেন।