যুক্তরাষ্ট্রে কমিউনিস্ট পার্টির সমর্থন নেই বললেই চলে। তবে নির্বাচন নিয়ে তাদের উদ্যমও নেহাত কম নয়। এককভাবে না পারুক, জাতীয় রাজনীতিতে নিজেদের অস্তিত্বের জানান দিতে আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তারা ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের পেছনেই একতাবদ্ধ হয়েছেন।
গত মাসে তাদের জাতীয় কনভেনশনে সেটাই প্রকাশ করা হয়েছে। সম্মেলনে তারা ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট হিসেবে তাদের ‘অবিসংবাদী’ প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে। কেন এই নিঃশর্ত সমর্থন তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে সম্মেলনে। বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প একটা ফাঁপা চোঙ। প্রচুর মিথা কথা বলে। সে প্রেসিডেন্ট হলে আপনাদের পকেট ফাঁক করে দেবে।’
প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের বিদ্বেষ ছড়ানো কথাবার্তা পছন্দ করছেন না কমিউনিস্টরা। তাদের দলটি ঘোর পুঁজিবাদী রাষ্ট্রটিতে খুব একটা হালে পানি না পেলেও সবসময় তারা নির্বাচনে প্রেসিডেন্ট ও তার রানিংমেট হিসেবে প্রার্থী দিয়ে এসেছেন। তবে ২০০৮ ও ২০১২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামাকে সমর্থন দিয়েছেন। যৌবনে কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী ছিলেন ডবি্লউএনডিডট কমের প্রতিষ্ঠাতা জোসেফ ফারাহ।
জোসেফ ফারাহ বলেন দল হিসেবে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আমাদের অনেক ভিন্নতা আছে। তবে বৃহত্তর স্বার্থে যদি কারও সঙ্গে জোট বাঁধতে চাই, তাহলে ডেমোক্র্যাটদেরই বেছে নেব।’