বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেছেন, গুম-খুনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পেতে পারেন। সরকার জঙ্গিবাদকে লালন-পালন করছে এবং তাদের মধ্যেই জঙ্গি আছে। জঙ্গিবাদের কথা বলে সরকার গুম-খুন, ব্যাংক লুট, নারী নির্যাতনসহ সব অপকর্মের কথা আড়াল করতে চায়। সরকারের ঘরে ভারত, আমেরিকা, রাশিয়া, চীনাপন্থী নেতারা আছেন। তাদের ঘরের মধ্যেই জঙ্গি আছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ আইয়্যামে জাহেলিয়াতের যুগে পরিণত হয়েছে। বর্তমান সরকারের শাসন আমলে ১ মাসে আগে গ্রেফতার হওয়া ব্যক্তি রিমান্ডে থাকাকালীন বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে। কী এক আজব দেশে আমরা বসবাস করছি!
অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আদালতের দেয়া বেকসুর খালাসের রায় বাতিল করে সাঁজা দেয়ার প্রতিবাদে এ সমাবেশটির আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন- সাবেক সাংসদ শাহ মোহাম্মাদ আবু জাফর, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, এনডিপির যুগ্ম-মহাসচিব শামসুল আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, ছাত্রদল নেত্রী অন্তরা চৌধুরী প্রমুখ।
মানবকণ্ঠ