কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভারতের আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব খাটাতে চায় চীন।
শুধু ভারত নয়, এই পরিকল্পনায় রয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নির্বাচনও।
জানুয়ারিতে অনুষ্ঠিত তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনেও ঠিক একইভাবে এআই ব্যবহার করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে চেয়েছিল বেইজিং।
মার্কিন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবর ইন্ডিয়ান টাইমসের।
লোকসভা ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। আর চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রেরও নির্বাচন হবে। অত্যন্ত গুরত্বপূর্ণ এই নির্বাচনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চীন কোনো না কোনো সুবিধা নিতে চাইবে।