ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য আনা ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে এমভি সাফিয়া নামের একটি বাল্কহেড জাহাজ ডুবে গেছে।রোববার (৩১ মার্চ) দুপুরে মোংলায় পশুর নদী ও মোংলা নদীর মোহনায় বাল্কহেডটিকে ধাক্কা দেয় এমভি শাহজাদা-৬ নামের অপর একটি কার্গো জাহাজ। এতে ডুবে যায় চালভর্তি বাল্কহেড জাহাজটি।
তবে এ ঘটনায় কেউ হতাহত ও নিখোঁজ হননি বলে নিশ্চিত করেছেন মোংলা নৌপুলিশের ইনচার্জ এসআই সৈয়দ ফকরুল ইসলাম।
এ ঘটনায় এমভি শাহজাদা-৬ কার্গো জাহাজটিকে রোববার সন্ধ্যায় আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এসআই সৈয়দ ফকরুল বলেন, ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে বিতরণের জন্য রোববার সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ৬ হাজার বস্তায় ১৭৫ টন চাল নিয়ে মোংলার খাদ্য গুদামের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি সাফিয়া।
তিনি আরও বলেন, দুপুরের পর এটি মোংলা বন্দরের পশুর নদী ও মোংলা নদীর মোহনায় পৌঁছালে পেছন থেকে আসা এমভি শাহাজাদা-৬ নামের অপর একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। এতে চাল নিয়ে ডুবে যায় বাল্কহেড জাহাজ। তবে এ সময় বাল্কহেডে থাকা ৫ জন স্টাফ-কর্মচারী সাঁতরে কূলে উঠে আসেন।
ডুবে যাওয়া বাল্কহেড জাহাজ থেকে সোমবার সকালে চাল ওঠানো শুরু হবে বলেও জানান নৌপুলিশের এ কর্মকর্তা।