নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে বিভিন্ন কর্মসূচীর মাধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে “গণহত্যা দিবস” পালিত হয়। এ উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, গণহত্যার সচিত্র দৃশ্যায়ন উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ মার্চ) অনুষ্ঠিত দিবসে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বাস্তবায়নে ছিলো উপজেলা শিল্পকলা একাডেমী ও জলময়ূর সাহিত্য অঙ্গন।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, উপজেলা আ.লী সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তাং শামীম, ডা. নূরুল হুদা খান, ওসি (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মুখলেছুর রহমান ও প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল প্রমুখ।