আওয়ামী লীগের জুলুম-নিপীড়ন দীর্ঘস্থায়ী হতে পারে, তবে চিরস্থায়ী হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধায় রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে প্রথম রমজানে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, দেশে কথা বলার অধিকার নেই, গণতন্ত্রের লেশমাত্র নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের জীবন৷ এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় নেতারা বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করে- অরাজকতা করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়, বিএনপি যতদিন আছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় পিছপা হবে না।