ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের বাধা নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ: ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৬৩ বার

গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়াকে নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলো ক্ষুণ্ন করে জনগণসহ বিরোধীদলগুলোর ওপর আরও তীব্র মাত্রায় দমনপীড়ন চালাচ্ছে। আরও একটি নির্মম বহিঃপ্রকাশ ঘটলো গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলা। গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকিসহ ৫০ জনের বেশি নেতাকর্মীকে আহত করা হয়।

তিনি আরও বলেন, আমি এমন হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গ্রেপ্তারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি। পাশাপাশি আহত জোনায়েদ সাকিসহ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।

বুধবার দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থপাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল হয়। এ সময় জিরো পয়েন্টের কাছে পুলিশের লাঠিপেটায় পণ্ড হয় যায় কর্মসূচি। লাঠিপেটায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের বাধা নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ: ফখরুল

আপডেট টাইম : ১১:২৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়াকে নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলো ক্ষুণ্ন করে জনগণসহ বিরোধীদলগুলোর ওপর আরও তীব্র মাত্রায় দমনপীড়ন চালাচ্ছে। আরও একটি নির্মম বহিঃপ্রকাশ ঘটলো গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলা। গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকিসহ ৫০ জনের বেশি নেতাকর্মীকে আহত করা হয়।

তিনি আরও বলেন, আমি এমন হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গ্রেপ্তারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি। পাশাপাশি আহত জোনায়েদ সাকিসহ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।

বুধবার দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থপাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল হয়। এ সময় জিরো পয়েন্টের কাছে পুলিশের লাঠিপেটায় পণ্ড হয় যায় কর্মসূচি। লাঠিপেটায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।