রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দোষীদের শনাক্ত করা হয়েছে বলে উল্লেখ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, তাদের বিষয়ে সকল তথ্য পুলিশের হাতে এসেছে। তাদের গ্রেপ্তার সময়ের ব্যাপার মাত্র।
আজ রোববার নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ওই ঘটনায় মদদদাতা, পৃষ্ঠপোষক এবং অর্থের জোগানদাতা- সবাইকে আইনের আওতায় আনা হবে।
ডিএমপি কমিশনার বলেন, গুলশানের ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীতে নিরাপত্তাব্যবস্থার চিত্রই পাল্টে গেছে। সড়ক এবং ভবনে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। চেকিং জোরদার করা হয়েছে।