দুই দলের অসহনশীল সম্পর্কই জঙ্গীবাদকে উস্কে দিচ্ছে

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, দুই দলের অসহনশীল সম্পর্কই জঙ্গীবাদকে উস্কে দিচ্ছে। বিশেষভাবে বলতে হয় রাজনৈতিক অস্থিরতা। অন্যভাবে বললে বলা যায় রাজনৈতিক পৃষ্ঠপোষকতাই জঙ্গিবাদ

উত্থানের কারণ। বড় দুই দলের মধ্যে সমন্বয়হীনতা আর যে হানাহানি তাতে জঙ্গিরা সুবিধা নেবে এটাই স্বাভাবিক। সমাজের সবাই জঙ্গিবিরোধী ঠিক আছে, কিন্তু সমাজের অধিকাংশ মানুষ যখন রাষ্ট্রের দ্বারা মার খায়, তখন জঙ্গিরা কাকে মারলো বা কোথায় বোমা বিস্ফোরণ ঘটালো তা নিয়ে সমাজ ভাবতে চায় না। মঙ্গলবার একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর