কুয়েতের প্রয়াত আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর দাফন আজ রোববার সম্পন্ন হয়েছে। তিনি শনিবার ৮৬ বছর বয়সে মারা যান। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে সীমাবদ্ধ একটি অনুষ্ঠানে কুয়েত শহরের সুলাইবিখাত কবরস্থানে প্রয়াত আমিরকে দাফন করা হয়েছে।
কুনা আরো বলেছে, দেশটির নতুন শাসক শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ (৮৩) কুয়েত শহরের বিলাল ইবনে রাবাহ মসজিদে শেখ নাওয়াফের জানাজার নামাজের ইমামতি করেন।
আনাদোলু এজেন্সি অনুসারে, কুয়েত সরকার আমিরের মৃত্যুতে ৪০ দিনের শোক ঘোষণা করেছে। সরকারি অফিসগুলোও তিন দিনের জন্য বন্ধ রয়েছে। সৌদি আরব, মিসর, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বেশ কয়েকটি দেশে শোক ঘোষণা করা হয়েছে।
আরব বিশ্ব শনিবার শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।