ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন।
শনিবার দুপুরে বড়িবাড়ি ইউনিয়নের পাঁচকাহনিয়া গ্রামে বিদ্যালয় চত্বরে ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্ধোধন করেন বাংলাদেশের সাবেক কার্যভাররত প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান।
এর আগে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ সাইদুর রহমান খাঁন, বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (১) রেজাউল করিম, (২) মোহাম্মদ হাবিবুল্লাহ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, ইটনা থানার ওসি জাকির রাব্বানী, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক,ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, সমাজ সেবক শাহাজাদা মিয়া প্রমুখ।