ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুক লাইভে এসে নিজের বুকে গুলি চালালেন পুলিশ সদস্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • ৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাঙামাটিতে এক পুলিশ সদস্য ফেসবুক লাইভে এসে রাইফেল দিয়ে নিজের বুকে গুলি চালিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় কাউখালী উপজেলার বেতবুনিয়া টিঅ্যান্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাকে এ ঘটনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত পুলিশ কনস্টেবল মো. মোতাহার হোসেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মধ্যম মনাপাড়া এলাকার মৃত শীষ মোহাম্মদের ছেলে। ক্যাম্প ইনচার্জ এসআই কুতুব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাহিদ সরকার নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি নিজের বুকে রাইফেল ঠেকিয়ে গুলি করেন। সে সময় ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

১৯ মিনিটি ৩৫ সেকেন্ডের ফেসবুক লাইভে মোতাহার বলেন, ‘আমার লাইফে প্রচুর পরিমাণে ডিপ্রেশন রয়ে গেছে। তাই বেঁচে থাকার মতো আশা হারিয়ে ফেলেছি। আমি যে ডিপ্রেশনে আছি, এ ডিপ্রেশনে থাকার মতো না। বহুত বড় সমস্যায় আছি। বাইচা থাকার মতো অবস্থা আমার নাই।’

এসব বলতে বলতে সকলের কাছে ক্ষমা চেয়ে বুকের ডান দিকে বন্দুক ঠেকিয়ে ট্রিগার চেপে দেন এই পুলিশ সদস্য।

কাউখালী থানার ওসি পারভেজ আলী জানান, আহত পুলিশ সদস্যের সঙ্গে তিনি চট্টগ্রাম মেডিকেলে আছেন। মোতাহারের চিকিৎসা চলছে, এখনই কিছু বলা যাচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ফেসবুক লাইভে এসে নিজের বুকে গুলি চালালেন পুলিশ সদস্য

আপডেট টাইম : ১১:৩০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

হাওর বার্তা ডেস্কঃ রাঙামাটিতে এক পুলিশ সদস্য ফেসবুক লাইভে এসে রাইফেল দিয়ে নিজের বুকে গুলি চালিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় কাউখালী উপজেলার বেতবুনিয়া টিঅ্যান্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাকে এ ঘটনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত পুলিশ কনস্টেবল মো. মোতাহার হোসেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মধ্যম মনাপাড়া এলাকার মৃত শীষ মোহাম্মদের ছেলে। ক্যাম্প ইনচার্জ এসআই কুতুব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাহিদ সরকার নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি নিজের বুকে রাইফেল ঠেকিয়ে গুলি করেন। সে সময় ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

১৯ মিনিটি ৩৫ সেকেন্ডের ফেসবুক লাইভে মোতাহার বলেন, ‘আমার লাইফে প্রচুর পরিমাণে ডিপ্রেশন রয়ে গেছে। তাই বেঁচে থাকার মতো আশা হারিয়ে ফেলেছি। আমি যে ডিপ্রেশনে আছি, এ ডিপ্রেশনে থাকার মতো না। বহুত বড় সমস্যায় আছি। বাইচা থাকার মতো অবস্থা আমার নাই।’

এসব বলতে বলতে সকলের কাছে ক্ষমা চেয়ে বুকের ডান দিকে বন্দুক ঠেকিয়ে ট্রিগার চেপে দেন এই পুলিশ সদস্য।

কাউখালী থানার ওসি পারভেজ আলী জানান, আহত পুলিশ সদস্যের সঙ্গে তিনি চট্টগ্রাম মেডিকেলে আছেন। মোতাহারের চিকিৎসা চলছে, এখনই কিছু বলা যাচ্ছে না।