ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন সহকারী কমিশনার ও তিনজন পরিদর্শক।
আজ সোমবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে তাদের বদলি করা হয়।
অফিস আদেশে বলা হয়, ডিএমপির সহকারী কমিশনার (সচিবালয় নিরাপত্তা বিভাগ) আবুসায়েম নয়নকে ট্রাফিক গুলশান বিভাগে, সহকারী কমিশনার মো. শহীদুল ইসলামকে পিএসঅ্যান্ডআই বিভাগে, সহকারী কমিশনার মো. সৈয়দুজ্জামানকে প্রটেকশন বিভাগে (বঙ্গভবন নিরাপত্তা), সহকারী কমিশনার মো. ইয়াছিন আলম খানকে ট্রাফিক লালবাগ বিভাগে (ট্রাফিক ফুলবাড়ীয়া জোন) ও সহকারী কমিশনার মো. আলাউদ্দিন আল আজাদকে সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।
অপর আদেশে ডিএমপির এস্টেট বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে বিমানবন্দর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির লজিস্টিকস্ বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. বোরহান উদ্দীনকে গোয়েন্দা-মিরপুর বিভাগে ও লাইনওআরে কর্মরত পরিদর্শক (নিরস্ত্র) আনিচুর রহমান মোল্লাকে লজিস্টিকস্ বিভাগে বদলি করা হয়েছে।