বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর পৃথক দুটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা আব্বাস ও আলালের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
জানা গেছে, মির্জা আব্বাসকে রাজধানীর শহীদবাগের বাসা থেকে এবং আলালকে কাঁঠালবাগানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।