বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর টানা হারের বৃত্তে বাংলাদেশ। অপেক্ষাকৃত কম শক্তির দল নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে পরাজয়ের বৃত্ত ভাঙতে চেয়েছিল সাকিব আল হাসানের দল। তবে ডাচদের বিপক্ষে ৮৭ রানে হেরে লজ্জায় ডুবেছে টাইগাররা।
বাংলাদেশের বিপক্ষে বল হাতে উজ্জ্বল ছিলেন নেদারল্যান্ডসের অলরাউন্ডার বাস ডি লিড। ৭ ওভারে মাত্র ২৫ রান দিয়ে তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন কোন কৌশলে বাংলাদেশের ব্যাটারদের বল করার পরিকল্পনা নিয়ে নেমেছিলেন তারা।
ডি লিড জানান, টসে জেতার পর তারা বুঝেশুনেই ব্যাটিং নিয়েছেন। পিচ কেমন আচরণ করবে সেটি বুঝতে পেরেছিলেন ভালোভাবেই। প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ভালো একটি রান তোলার পর প্রতিপক্ষ ব্যাটারদের আটকেছেন ‘শর্ট বল স্ট্র্যাটেজি’তে।
ডি লিডের বোলিংয়েই খাটো লেন্থে বল করার এই কৌশলের প্রতিফলন ঘটেছে। মাহমুদউল্লাহ রিয়াদকে খাটো লেন্থের বলেই পরাস্থ করেছিলেন এই পেসার।
তবে বাংলাদেশ দলের সব খেলোয়াড়দের বিপক্ষে আবার খাটো লেন্থে বল করার কৌঁশলে যায়নি নেদারল্যান্ডস। ডি লিড বলেন, ‘হ্যাঁ, খেলোয়াড় অনুযায়ী (বল) করেছি আমরা। আমরা চেষ্টা করেছি এবং খেলোয়াড় বিশ্লেষণ করেছি। উদাহরণস্বরুপ- (নাজমুল হোসেন) শান্ত খাটো লেন্থের বলে দারুণ খেলে, তাই তার বিপক্ষে এই লেন্থে বল না করতে চেয়েছি কিন্তু অন্য খেলোয়াড়দের বিপক্ষে আমরা বিপক্ষে আমরা চেষ্টা করেছি এবং এর মাধ্যমে উইকেট নিয়েছি।’