হাওর বার্তা ডেস্কঃ দুই সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য হওয়া লক্ষ্মীপুর-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ এর উপনির্বাচন আগামী ৫ নভেম্বর।
মঙ্গলবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠক শেষে ইসি এ তথ্য জানিয়েছে।ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১ অক্টোবর সংসদ সচিবালয় এই দুই আসন শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি একেএম শাহজাহান কামাল রাজধানীর একটি হাসপাতালে গত ৩০ সেপ্টেম্বর ভোরে মারা যান।
আজ কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, এ দুই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে ব্যালট পেপারের মাধ্যমে।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর।
আর ভোটের দিন ৫ নভেম্বর। আসন দুটিতে ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।