মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক বছর পর সেবা তালিকায় ৬টি নতুন সেবা যুক্ত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জানা যায়, আগত রোগীদেরকে বহি: বিভাগ, অন্ত: বিভাগ ও জরুরি বিভাগ এ তিন বিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।
বহি: বিভাগ ছুটির দিন ব্যতীত প্রতিদিনই সকাল হতে দুপুর পর্যন্ত খোলা থাকে। এই বিভাগে আগত রোগীদের ডাক্তার ফি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। জরুরি বিভাগ সর্বদাই খোলা রাখা হয়।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সর্বদাই মোবাইল ফোনের মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান করে থাকেন।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন সেবা গুলো হলো, স্থায়ীভাবে ঠিকাদান কেন্দ্র প্রতিষ্ঠাকরণ, যা ২৭ বছর পর করা হয়েছে। ৯ বছর ইসিজি মেশিন চালুকরণ করা হয়। ইনালাইজার মেশিন চালুকরণ করা হয় ২০ বছর পর। ৬ বছর পর এলিটি কর্ণার চালু করা হয়। অক্সিজেন কমেন্টর মেশিন ১০টি চালু করা হয়েছে। যা রোগীর বেডের পাশ্বে রাখা হয়েছে।
গত মাসে (আগস্ট) সরকারি ভাবে রক্ত পরীক্ষা খাত থেকে ৬৮ হাজার টাকা রাজস্ব আয় করা হয়েছে। যা বিগত দিনের সব রেকর্ড অতিক্রম করেছে।
চলতি বছের জুলাই মাসে ৭১ জন এবং আগস্ট ৮০ জন গর্ভবতীর স্বাভাবিক ডেলিভারি করা হয়। যা নেত্রকোণা জেলার মধ্যে মদন উপজেলা প্রথম স্থান অর্জণ করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল হুদা খান বলেন, স্থায়ীভাবে টিকাদান কেন্দ্র চালুকরণ, এলিটি কর্ণার চালুকরণ, ইসিজি মেশিন চালুকরণ, ইনালাইজার মেশিন চালুকরণ, বিভিন্ন রোগের পরীক্ষা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ভাবে করা হয়।
তিনি আরো বলেন, আমি যোগদানের পর প্রথমেই পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিতর করি। সাধারণ রোগীরা যাতে তাদের সেবাগুলো পায় সে জন্য চেষ্টা করে যাচ্ছি।