মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণার মদনে “জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩” উদযাপন উপলক্ষ্যে তিন দিন (১৭,১৮,১৯ সেপ্টেম্বর) ব্যাপি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উন্নয়ন মেলার দ্বিতীয় দিন (১৮ সেপ্টেম্বর, সোমবার) বিকালে উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা- ০৪ আসনের (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) মাননীয় সংসদ সাজ্জাদুল হাসান। সঞ্চালনায় ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ্ নূর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মদন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতী আনোয়ার হোসাইন।
সভা প্রারম্ভে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাজ্জাদুল হাসান এমপি ও উপস্থিত অতিথিরা। আলোচনা শেষে তিনি উন্নয়ন মেলা পরিদর্শন করেন।
এছাড়াও জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষ্যে সকালে মাঘান ইউনিয়ন পরিষদ ও দুপুরে গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ পরদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, চানগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন, কাইটাইল ইউপি চেয়ারম্যান মোঃ সাফায়ত উল্লাহ রয়েল, বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার।
আরো উপস্থিত ছিলেন, কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, জনস্বাস্থ্য উপ-সহকারী মোঃ মাহবুব রহমান সুমন, প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী, পৌর ও ইউপি সচিবগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ গণমাধ্যম কর্মী প্রমুখ।