হাওর বার্তা ডেস্কঃ তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের তিন বছরের কারাদণ্ড স্থগিত করেছেন ইসলামাবাদ হাই কোর্ট (আইএইচসি)। আজ মঙ্গলবার দেশটির প্রভাবশালী পত্রিকা ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ইমরানের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের বিষয়ে বহুল প্রত্যাশিত এ রায় ঘোষণা করেছেন।
পিটিআই চেয়ারম্যানের আইন বিষয়ক সহযোগী নাঈম হায়দার পাঞ্জোথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, প্রধান বিচারপতি আমাদের অনুরোধ গ্রহণ করেছেন ও সাজা স্থগিত করেছেন। শিগগিরই তারা এ রায়ের বিস্তারিত তারা প্রকাশ করবে।
গত ৫ আগস্ট পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেইদিন এ রায়ের কিছুক্ষণ পরেই ইমরানকে লাহোরে জামান পার্ক বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সেদিন সন্ধ্যাতেই দেশটির পাঞ্জাবের অ্যাটক কারাগারে ইমরান খানকে পাঠানো হয়।
ইমরান খানই দেশটির প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রী যাকে ‘কুখ্যাত’ এ কারাগারে রাখা হয়েছে। এদিকে আজ রায়ের পর এ রিপোর্ট লেখা পর্যন্ত ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান অ্যাটক কারাগার থেকে কবে ছাড়া পাচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। আর ছাড়া পেলেও কবে সেটা- তা নিয়ে কিছু বলা হয়নি।