পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার (২৬ আগস্ট) সৌদি আরব থেকে ঢাকায় ফেরেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন।
তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলাম। ’
এর আগে ওমরাহ করতে গত ১৬ আগস্ট সৌদি আরব যান মোহাম্মদ হারুন অর রশীদ।
গত বছরের ১৩ জুলাই ডিএমপি কমিশনার সই করা এক অফিস আদেশে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ডিবিপ্রধানের দায়িত্ব দেওয়া হয়।
এর আগে, ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে হারুনসহ ৩২ পুলিশ কর্মকর্তা পদোন্নতি পান। তেজগাঁও বিভাগের
উপকমিশনার (ডিসি), গাজীপুর ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
হারুন অর রশীদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হাসেম ও মা জহুরা খাতুন।
গত ৩ জুন চিকিৎসার জন্য ১৩ দিনের ছুটিতে সিঙ্গাপুর গিয়েছিলেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।