ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ইলিশের সরবরাহ বাড়লেও দাম নাগালের বাইরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • ৬১ বার

ইলিশের আমদানিতে সরগরম চাঁদপুরের বড়স্টেশন মৎস্য অবতরণকেন্দ্রসহ ছোট-বড় দেড় শতাধিক আড়ৎ। তবে সরবরাহ বাড়লেও দাম নাগালের বাইরে বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে ইলিশের আমদানি বাড়ায় লাভবান হওয়ার আশা আড়ৎদারদের।

চাঁদপুরে আড়ৎগুলোতে বেড়েছে হাতিয়া, সন্দীপ, চর আলেকজান্ডার, ভোলা ও বরিশালসহ সমুদ্র উপকূলীয় অঞ্চলের ইলিশের আমদানি।

বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে ভালো দাম মেলায় জেলেরা এই ঘাটে ইলিশ নিয়ে আসেন। গেল ৩/৪ দিন ধরে গড়ে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মণ ইলিশ আসছে এই ঘাটে। ক্রেতা-বিক্রেতাদের হাক-ডাকে সরগরম সবচেয়ে বড় ইলিশের পাইকারি আড়ৎটি।

আমদানি বাড়ায় লাভের আশায় হাসি ফুটেছে আড়ৎদার ও বিক্রেতাদের মুখে।

একজন বিক্রেতা বলেন, “সারাবছর মাছের আমদানি তেমন ছিলোনা। গেলো কদিন ধরে আমদানি বেড়েছে।”

তবে নিরাশ সাধারণ ক্রেতারা। বলছেন, আমদানি বাড়লেও দাম তেমন একটা কমেনি। একজন বিক্রেতা বলেন, “ইলিশের অনেক সরবরাহ কিন্তু এসে দেখি অনেক দাম।

আরেক ক্রেতা বলেন, ঢাকার তুলনায় চাঁদপুরে দাম অনেকটাই বেশি।”

সামনে ইলিশের আমদানি আরও বাড়বে, কমে আসবে দামও- বলছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুল আলম বলেন, “ আশা করছি উৎপাদন আরও বাড়বে আর উৎপাদন বাড়লে দামটাও হাতের নাগালে আসবে।”

বর্তমানে পাইকারি বাজারে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ’-২হাজার টাকা, ১ কেজি ওজনের ইলিশ ১৪শ’-১৬শ এবং ১ কেজির নিচে ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার- ১২শ’ টাকায়। খুচরা বাজারে আকার ভেদে দেড়শ-২শ’ টাকা বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইলিশের সরবরাহ বাড়লেও দাম নাগালের বাইরে

আপডেট টাইম : ০৯:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩

ইলিশের আমদানিতে সরগরম চাঁদপুরের বড়স্টেশন মৎস্য অবতরণকেন্দ্রসহ ছোট-বড় দেড় শতাধিক আড়ৎ। তবে সরবরাহ বাড়লেও দাম নাগালের বাইরে বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে ইলিশের আমদানি বাড়ায় লাভবান হওয়ার আশা আড়ৎদারদের।

চাঁদপুরে আড়ৎগুলোতে বেড়েছে হাতিয়া, সন্দীপ, চর আলেকজান্ডার, ভোলা ও বরিশালসহ সমুদ্র উপকূলীয় অঞ্চলের ইলিশের আমদানি।

বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে ভালো দাম মেলায় জেলেরা এই ঘাটে ইলিশ নিয়ে আসেন। গেল ৩/৪ দিন ধরে গড়ে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মণ ইলিশ আসছে এই ঘাটে। ক্রেতা-বিক্রেতাদের হাক-ডাকে সরগরম সবচেয়ে বড় ইলিশের পাইকারি আড়ৎটি।

আমদানি বাড়ায় লাভের আশায় হাসি ফুটেছে আড়ৎদার ও বিক্রেতাদের মুখে।

একজন বিক্রেতা বলেন, “সারাবছর মাছের আমদানি তেমন ছিলোনা। গেলো কদিন ধরে আমদানি বেড়েছে।”

তবে নিরাশ সাধারণ ক্রেতারা। বলছেন, আমদানি বাড়লেও দাম তেমন একটা কমেনি। একজন বিক্রেতা বলেন, “ইলিশের অনেক সরবরাহ কিন্তু এসে দেখি অনেক দাম।

আরেক ক্রেতা বলেন, ঢাকার তুলনায় চাঁদপুরে দাম অনেকটাই বেশি।”

সামনে ইলিশের আমদানি আরও বাড়বে, কমে আসবে দামও- বলছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুল আলম বলেন, “ আশা করছি উৎপাদন আরও বাড়বে আর উৎপাদন বাড়লে দামটাও হাতের নাগালে আসবে।”

বর্তমানে পাইকারি বাজারে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ’-২হাজার টাকা, ১ কেজি ওজনের ইলিশ ১৪শ’-১৬শ এবং ১ কেজির নিচে ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার- ১২শ’ টাকায়। খুচরা বাজারে আকার ভেদে দেড়শ-২শ’ টাকা বেশি।