হাওর বার্তা ডেস্কঃ প্রায় ১৫ ঘণ্টার চেষ্টার পর পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডারা দেশটির খাইবার পাকতুনখাওয়ায় ছিঁড়ে যাওয়া তারে ঝুলতে থাকা ক্যাবল কার থেকে সকল আরোহীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বাটাগ্রাম জেলায় প্রায় ১২ শ’ ফুট উঁচু দুটি তারে চালিত একটি ক্যাবল কার দুর্ঘটনায় পড়ে। দুটি তারের একটি ছিঁড়ে গেলে কারটি একটি তারে ঝুলতে থাকে। সাথে সাথেই উদ্ধারকাজ শুরু হয়। এতে তখন আরোহী ছিল আটজন। বিকেল নাগাদ হেলিকপ্টারের সহায়তায় দুটি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। রাত হয়ে গেলে এবং সেইসাথে ঝড়ো হাওয়ার কারণে বিকল্প উপায়ে উদ্ধারকাজ চালানো হয়। শেষ পর্যন্ত সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এসএসজি সৈন্যদের পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশন ইউনিট এবং পাকিস্তান বিমানবাহিনী এই অভিযানে জড়িত ছিল।