ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আবারও পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • ৯৮ বার

গত কয়েক দিন ধরেই গণমাধ্যমের গুঞ্জন, আবারও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হচ্ছেন ইনজামাম-উল-হক। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। দ্বিতীয় দফায় পিসিবির দায়িত্ব নিলেন দেশটির সাবেক এই অধিনায়ক।

গত মাসে হারুন রশিদ পদত্যাগ করলে বাবর আজমদের প্রধান নির্বাচকের পদটি ফাঁকা থেকে যায়। বিশ্বকাপের দুই মাস আগে সেই শূন্যস্থান পূরণ করল পিসিবি। এমন সংবাদ জানিয়েছে ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকইনফো।

পিসিবিতে নতুন চেয়ারম্যান হিসেবে জাকা আশরাফ দায়িত্ব নেওয়ার পরই ভেঙে দিয়েছেন আগের নির্বাচক কমিটি। যেখানে হারুনের সঙ্গে ছিলেন অ্যানালিস্ট হাসান চিমা, প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও টিম ডিরেক্টর মিকি আর্থার।

এবার জাকা আশরাফের নেতৃত্বে পিসিবিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন ইনজামাম। এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন তিনি। তবে নির্বাচক কমিটিতে তার সঙ্গে আর্থার এবং ব্র্যাডবার্ন থাকবেন কি না তা এখনও অনিশ্চিত।

এখন পিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য ইনজামাম। তিন সদস্যের এই কমিটিতে আরও আছেন দেশটির সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও মিসবাহ-উল-হক। তবে প্রধান নির্বাচক হওয়ায় ইনজামামকে এই কমিটি থেকে বাদ দেওয়া হতে পারে।

ইনজামামের সময়ে ২০১৭ সালে ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। মজার ব্যাপার হলো—সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের দল নির্বাচনও করেছিলেন তিনি। এবার আসন্ন ভারত বিশ্বকাপের দলও নির্বাচন করবেন এই কিংবদন্তি।

এবার দায়িত্ব পেয়ে ইনজামামের প্রথম কাজ হবে আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করা। এরপর রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দুটি ইভেন্ট। এশিয়া কাপের শেষদিকে পাকিস্তান দলের দায়িত্ব বুঝে নেবেন কোচ মিকি আর্থার।

এরপর আসন্ন বিশ্বকাপ ও বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে থাকবেন আর্থার। তবে ইনজামামের সঙ্গে এর আগেও কাজ করেছেন প্রোটিয়া কোচ। পাকিস্তান ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল আর্থারের সময়েই। ওই সময় প্রধান নির্বাচক ছিলেন ইনজামাম। এরপর ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তারা একসঙ্গে কাজ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আবারও পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক

আপডেট টাইম : ১০:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

গত কয়েক দিন ধরেই গণমাধ্যমের গুঞ্জন, আবারও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হচ্ছেন ইনজামাম-উল-হক। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। দ্বিতীয় দফায় পিসিবির দায়িত্ব নিলেন দেশটির সাবেক এই অধিনায়ক।

গত মাসে হারুন রশিদ পদত্যাগ করলে বাবর আজমদের প্রধান নির্বাচকের পদটি ফাঁকা থেকে যায়। বিশ্বকাপের দুই মাস আগে সেই শূন্যস্থান পূরণ করল পিসিবি। এমন সংবাদ জানিয়েছে ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকইনফো।

পিসিবিতে নতুন চেয়ারম্যান হিসেবে জাকা আশরাফ দায়িত্ব নেওয়ার পরই ভেঙে দিয়েছেন আগের নির্বাচক কমিটি। যেখানে হারুনের সঙ্গে ছিলেন অ্যানালিস্ট হাসান চিমা, প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও টিম ডিরেক্টর মিকি আর্থার।

এবার জাকা আশরাফের নেতৃত্বে পিসিবিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন ইনজামাম। এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন তিনি। তবে নির্বাচক কমিটিতে তার সঙ্গে আর্থার এবং ব্র্যাডবার্ন থাকবেন কি না তা এখনও অনিশ্চিত।

এখন পিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য ইনজামাম। তিন সদস্যের এই কমিটিতে আরও আছেন দেশটির সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও মিসবাহ-উল-হক। তবে প্রধান নির্বাচক হওয়ায় ইনজামামকে এই কমিটি থেকে বাদ দেওয়া হতে পারে।

ইনজামামের সময়ে ২০১৭ সালে ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। মজার ব্যাপার হলো—সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের দল নির্বাচনও করেছিলেন তিনি। এবার আসন্ন ভারত বিশ্বকাপের দলও নির্বাচন করবেন এই কিংবদন্তি।

এবার দায়িত্ব পেয়ে ইনজামামের প্রথম কাজ হবে আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করা। এরপর রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দুটি ইভেন্ট। এশিয়া কাপের শেষদিকে পাকিস্তান দলের দায়িত্ব বুঝে নেবেন কোচ মিকি আর্থার।

এরপর আসন্ন বিশ্বকাপ ও বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে থাকবেন আর্থার। তবে ইনজামামের সঙ্গে এর আগেও কাজ করেছেন প্রোটিয়া কোচ। পাকিস্তান ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল আর্থারের সময়েই। ওই সময় প্রধান নির্বাচক ছিলেন ইনজামাম। এরপর ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তারা একসঙ্গে কাজ করেছেন।