বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বাহিনীর সাবেক প্রধান এডমিরাল এম শাহীন ইকবালের স্থলাভিষিক্ত হলেন।
সোমবার (২৪ জুলাই) নৌ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এম নাজমুল হাসান দায়িত্ব গ্রহণ করেন।
নৌপ্রধানের কার্যালয়ে কমান্ড হস্তান্তর-গ্রহণ বইতে সইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাহিনীর কমান্ড গ্রহণ করেন এম নাজমুল হাসান।
কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সকল আঞ্চলিক কমান্ডার, ডকইয়ার্ড-শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।