ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সহজ আমল জীবনের সব চাওয়া পূর্ণ হবে যে দোয়ায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • ৯৪ বার

জীবনে ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেড়িয়েছেন। মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন। গলায় তাবিজ ঝুলিয়েছেন। পিরের পা ধোয়া পানি খেয়েছেন।

অনেক কষ্টে অনেক সাধন করেছেন। সবকিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটি ভাবেননি যে, মহান আল্লাহ ও তার রাসূল (সা.) এ ব্যাপারে কী বলেছেন?

হাদিসে রয়েছে-একবার হজরত আনাস (রা.) রাসূল (সা.)-এর সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং নিম্নে যুক্ত এ দোয়াটি পাঠ করল-

‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম।’

অর্থ: ‘হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করি। তুমিই তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি দয়াশীল। তুমিই আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টকর্তা! হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী।’

তখন নবিজি (সা.) বললেন, এ ব্যক্তি ‘ইসমে আজম’ দ্বারা দোয়া করেছে, (‘ইসমে আজম’ মহান আল্লাহর এমন নাম) যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তাঁর কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। (আবু দাউদ) অর্থাৎ উপর্যুক্ত দোয়াটি হলো ‘ইসমে আজম’। এ দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ মুমিন বান্দার মনের সব ইচ্ছা পূরণ করবেন। আল্লাহতায়ালা আমাদের মনের সব ভালো ইচ্ছা পূরণ করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সহজ আমল জীবনের সব চাওয়া পূর্ণ হবে যে দোয়ায়

আপডেট টাইম : ১২:২০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

জীবনে ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেড়িয়েছেন। মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন। গলায় তাবিজ ঝুলিয়েছেন। পিরের পা ধোয়া পানি খেয়েছেন।

অনেক কষ্টে অনেক সাধন করেছেন। সবকিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটি ভাবেননি যে, মহান আল্লাহ ও তার রাসূল (সা.) এ ব্যাপারে কী বলেছেন?

হাদিসে রয়েছে-একবার হজরত আনাস (রা.) রাসূল (সা.)-এর সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং নিম্নে যুক্ত এ দোয়াটি পাঠ করল-

‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম।’

অর্থ: ‘হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করি। তুমিই তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি দয়াশীল। তুমিই আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টকর্তা! হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী।’

তখন নবিজি (সা.) বললেন, এ ব্যক্তি ‘ইসমে আজম’ দ্বারা দোয়া করেছে, (‘ইসমে আজম’ মহান আল্লাহর এমন নাম) যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তাঁর কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। (আবু দাউদ) অর্থাৎ উপর্যুক্ত দোয়াটি হলো ‘ইসমে আজম’। এ দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ মুমিন বান্দার মনের সব ইচ্ছা পূরণ করবেন। আল্লাহতায়ালা আমাদের মনের সব ভালো ইচ্ছা পূরণ করুন।