মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে নোয়াগাঁও মৃত আছির উদ্দিনের ছেলে দরিদ্র কৃষক মোঃ হাদিছ (৬০) মিয়ার বসত ভিটেতে আগুন লেগে ১ টি টিনশেড ঘর ও প্রায় ৩ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছে।
বুধবার (১২ জুলাই) সরজমিনে গিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিদুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। গত ২৮ জুন বুধবার রাত ৩টার দিকে হাদিছ মিয়া তার ঘরের ভিতর আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে, গ্রামবাসী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।
হাদিছ মিয়া বলেন, আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। তারপরও আমি কোনো সরকারি সহযোগিতা পাইনি। তবে, গত ০৯ জুলাই ইউএনও অফিসে একটি লিখিত আবেদন করেছি। আমি এখন অন্যের ঘরে বসত করছি।
ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মুসলিম উদ্দিন ভুঁইয়া বলেন, দরিদ্র কৃষক হাদিছ মিয়ার বসত ভিটে আগুন পুড়ে গেছে এটা সত্য। তাকে সকল প্রকার সরকারি সাহায্য প্রদানের জন্য প্রশাসনকে জোর সুপারিশ করেছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল জানান, এ বিষয়ে আমি একটি আবেদন পেয়েছি। জেলা প্রশাসক মহোদয় বরাবর ফরোয়ার্ডিং করে পাঠানো হবে। আশা করছি সে সরকারি সহযোগিতা পাবে।