ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এমবাপ্পের সঙ্গে ‘মৌখিক চুক্তি’র খবর ভুয়া দাবি রিয়ালের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • ৭০ বার

দিন যাচ্ছে কিলিয়ান এমবাপ্পে এবং পিএসজির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকছে। চুক্তির মেয়াদ শেষে প্যারিস ছাড়তে চান ফরাসি ফরোয়ার্ড। চুক্তি নবায়ন না করলে এ মৌসুমেই এমবাপ্পেকে বিক্রি করে দিতে চায় পিএসজি।

এরইমধ্যে স্প্যানিশ মিডিয়া কোম্পানি কাদেনা সার দাবি তুলেছে, কিলিয়ানের সঙ্গে মৌখিক চুক্তি করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। নতুন খবর দিয়েছে আরেক স্প্যানিশ গণমাধ্যম মার্কা, কাদেনা সারের খবরটি ভুয়া দাবি করেছে লস ব্লাঙ্কোরা।

পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সবশেষ বর্ধিত চুক্তির শর্ত অনুসারে কন্ট্রাক্টের মেয়াদ এক বছরের বাড়ানোর সুযোগ আছে। আর সেটি চলতি মাসের মধ্যেই করতে হবে। তবে চুক্তি বাড়াতে চান না এমবাপ্পে।

সেটি জানিয়ে ক্লাবকে একটি চিঠিও দিয়েছেন তিনি। তবে ২০২৪ সালে ফ্রি এজেন্ট এমবাপ্পেকে ছাড়তে নারাজ পিএসজি। চুক্তি নবায়ন না করলে চলতি ট্রান্সফার উইন্ডোতেই ফরাসি ফরোয়ার্ডকে বিক্রি করে দেবে লা প্যারিসিয়ানরা।

এর মধ্যে কাদেনা সার জানায়, এমবাপ্পেকে ৫ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। তার জন্য রিলিজ ক্লজ হিসেবে ১০০ কোটি ইউরো খরচ করতেও নাকি রাজি লস ব্লাঙ্কোরা। কাদেনা সার জানিয়েছে, এমবাপ্পের সকল শর্ত মেনে চুক্তি করার মনস্থ করেছে রিয়াল কর্তারা।

মার্কার প্রতিবেদনে বলা হয়, এমবাপ্পের জন্য ২০০ মিলিয়ন ইউরো দাম চাইছে পিএসজি। আর সেটি খরচ করতেও প্রস্তুত নয় রিয়াল মাদ্রিদ। এই দামে এমবাপ্পেকে ভেড়ালে বেতন-বোনাস এবং আনুষঙ্গিক খরচসহ প্রায় ৪০০ মিলিয়ন ইউরো খরচ হয়ে যাবে রয়্যাল হোয়াইটদের। এটা রিয়ালের কর্মকর্তাদের মাথায় খুব ভালোভাবেই আছে বলে জানিয়েছে মার্কা।

এদিকে কিলিয়ান এমবাপ্পের লিভারপুলে যোগ দেয়ারও একটা গুঞ্জন শোনা যাচ্ছে। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, পিএসজির প্রত্যাশিত দামেই ফরাসি ফরোয়ার্ডকে কিনতে চায় অলরেডরা। টিভি চ্যানেল এল চিরিংগুইতোকে দেয়া সাক্ষাৎকারে স্প্যানিশ সাংবাদিক এদু আগুইরে বলেন, এমবাপ্পের জন্য ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে লিভারপুল।

দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি অবশ্য লিভারপুল নয়, রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন এমবাপ্পে। ২০২৪ সালেই তার সঙ্গে চুক্তি করবে স্প্যানিশ জায়ান্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এমবাপ্পের সঙ্গে ‘মৌখিক চুক্তি’র খবর ভুয়া দাবি রিয়ালের

আপডেট টাইম : ১০:১৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

দিন যাচ্ছে কিলিয়ান এমবাপ্পে এবং পিএসজির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকছে। চুক্তির মেয়াদ শেষে প্যারিস ছাড়তে চান ফরাসি ফরোয়ার্ড। চুক্তি নবায়ন না করলে এ মৌসুমেই এমবাপ্পেকে বিক্রি করে দিতে চায় পিএসজি।

এরইমধ্যে স্প্যানিশ মিডিয়া কোম্পানি কাদেনা সার দাবি তুলেছে, কিলিয়ানের সঙ্গে মৌখিক চুক্তি করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। নতুন খবর দিয়েছে আরেক স্প্যানিশ গণমাধ্যম মার্কা, কাদেনা সারের খবরটি ভুয়া দাবি করেছে লস ব্লাঙ্কোরা।

পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সবশেষ বর্ধিত চুক্তির শর্ত অনুসারে কন্ট্রাক্টের মেয়াদ এক বছরের বাড়ানোর সুযোগ আছে। আর সেটি চলতি মাসের মধ্যেই করতে হবে। তবে চুক্তি বাড়াতে চান না এমবাপ্পে।

সেটি জানিয়ে ক্লাবকে একটি চিঠিও দিয়েছেন তিনি। তবে ২০২৪ সালে ফ্রি এজেন্ট এমবাপ্পেকে ছাড়তে নারাজ পিএসজি। চুক্তি নবায়ন না করলে চলতি ট্রান্সফার উইন্ডোতেই ফরাসি ফরোয়ার্ডকে বিক্রি করে দেবে লা প্যারিসিয়ানরা।

এর মধ্যে কাদেনা সার জানায়, এমবাপ্পেকে ৫ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। তার জন্য রিলিজ ক্লজ হিসেবে ১০০ কোটি ইউরো খরচ করতেও নাকি রাজি লস ব্লাঙ্কোরা। কাদেনা সার জানিয়েছে, এমবাপ্পের সকল শর্ত মেনে চুক্তি করার মনস্থ করেছে রিয়াল কর্তারা।

মার্কার প্রতিবেদনে বলা হয়, এমবাপ্পের জন্য ২০০ মিলিয়ন ইউরো দাম চাইছে পিএসজি। আর সেটি খরচ করতেও প্রস্তুত নয় রিয়াল মাদ্রিদ। এই দামে এমবাপ্পেকে ভেড়ালে বেতন-বোনাস এবং আনুষঙ্গিক খরচসহ প্রায় ৪০০ মিলিয়ন ইউরো খরচ হয়ে যাবে রয়্যাল হোয়াইটদের। এটা রিয়ালের কর্মকর্তাদের মাথায় খুব ভালোভাবেই আছে বলে জানিয়েছে মার্কা।

এদিকে কিলিয়ান এমবাপ্পের লিভারপুলে যোগ দেয়ারও একটা গুঞ্জন শোনা যাচ্ছে। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, পিএসজির প্রত্যাশিত দামেই ফরাসি ফরোয়ার্ডকে কিনতে চায় অলরেডরা। টিভি চ্যানেল এল চিরিংগুইতোকে দেয়া সাক্ষাৎকারে স্প্যানিশ সাংবাদিক এদু আগুইরে বলেন, এমবাপ্পের জন্য ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে লিভারপুল।

দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি অবশ্য লিভারপুল নয়, রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন এমবাপ্পে। ২০২৪ সালেই তার সঙ্গে চুক্তি করবে স্প্যানিশ জায়ান্টরা।