রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ২৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ৪১ হাজার ৮৫০ টাকায়।
জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার পদ্মা-যমুনার মোহনায় স্বপন হালদারের জালে মাছটি ধরা পরে। আজ সোমবার সকালে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে দেলোয়ারের আড়তে আনা হলে সেখানে উন্মুক্ত নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মাছটি ৩৯ হাজার ১৫০ টাকায় কেনেন সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা। পরে মাগুরার এক ক্রেতার কাছে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৪১ হাজার ৮৫০ টাকা বিক্রি করে দেন মাছটি।
মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, ‘পদ্মায় অন্যান্য মাছ কম ধরা পড়লেও মাঝে মাঝে বড় আকৃতির পাঙাশ, রুই, কাতল ও বাগাইড় মাছ ধরা পরছে। এতে জেলেরা লাভবান হচ্ছে ও পাশাপাশি আমরা মাছ গুলো কিনে বাড়তি কিছু টাকা লাভের মুখ দেখছি। তাছাড়া পদ্মা নদীর মাছ অত্যন্ত সুস্বাদু হওয়ায় মাছের আলাদা একটা চাহিদা রয়েছে।’