মদন (নেত্রকোণা) প্রতিনিধি ঃ নেত্রকোণা মদনে সিটি ব্যাংকের অর্থায়নে টিএমএসএস-এর আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রান্তিক কৃষকদের মাঝে ব্রিধান-৪৯ বিতরণ করা হয়।
শনিবার (২৪ জুন) সকালে উপজেলার ৩৬০ জন প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বীজ ধান বিতরণ করা হয়। বীজ ধান বিতরণের পূর্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে টিএমএসএস-এর ময়মনসিংহ ডোমেইন প্রধান মোঃ আহসান হাবিব মোহনের সভাপতিত্বে এবং নেত্রকোণা জেলা জোন প্রধান মোঃ মাহাবুব আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, ওসি তাওহীদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, টিএমএসএস-এর ময়মনসিংহ বিভাগীয় সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুল ইসলাম।
এ সময় টিএমএসএস-এর পক্ষে উপস্থিত ছিলেন, নেত্রকোণা সদর জোন প্রধান মোঃ আব্দুল আউয়াল, মদনপুর জোন প্রধান মোঃ শাহ্ আলম, দূর্গাপুর জোন প্রধান মোঃ দাউদ হোসেন, আঠার বাড়ি জোন প্রধান মোঃ সাজু মিয়া ও মদন শাখা প্রধান মোঃ নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, এস আই মজিবর রহমান, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, নিজাম তালুকদার প্রমুখ।