সুখবর দিলেন খালেদা জিয়া

অসহায় নেতাদের সুখবর দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আন্দোলন সংগ্রামে হাত-পা হারানো পঙ্গু ও অসহায় নেতাকর্মীদের পাশে থাকবে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

স্বয়ং বিএনপি চেয়ারপারসন এমন কথা জানিয়েছেন। সোমবার রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।

খালেদা জিয়া বলেন, দলের যারা হত্যার শিকার হয়েছেন, পঙ্গু হয়েছেন তাদের সাহায্য করা হয়েছে। এগুলো অত্যন্ত ভালো কাজ।

তিনি বলেন, শুরু থেকেই জিয়াউর রহমান ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে থেকে নানা কর্মসূচি পালন করছে। ভবিষ্যতেও এ চেষ্টা অব্যাহত থাকবে।

এছাড়া নানামুখী জনকল্যাণধর্মী

খাতে অগ্রণী ভূমিকা রাখবে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এসময় খালেদা জিয়াকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস উপহার দেয়া হয়।

সংগঠনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, আহমেদ আযম খান, ডা. এজেডএম জাহিদ হোসেন, এমএ মান্নান, আব্দুল হালিম, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি আ ফ ম ইউসুফ হায়দার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর খন্দকার মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের সাবেক প্রোভিসি প্রফেসর সদরুল আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, এ্যাবের সভাপতি প্রকৌশলী আ ন হ আক্তার হোসেন, মহাসচিব আলমগীর হোসেন, ঢাবি শিক্ষক আবদুর রশিদ, মোরর্শেদ হাসান খান, সাংবাদিক নেতা রহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গণি চৌধুরী, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর