ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে ১২ ধাপ উন্নতি বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • ১১১ বার

নারী-পুরুষের বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে টানা নবমবারের মতো দক্ষিণ এশিয়ায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। তবে এবার সূচকে ৬ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।

মঙ্গলবার (২০ জুন) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ-২০২৩’ শীর্ষক লিঙ্গ সমতা সূচক প্রকাশ করেছে। অর্থনৈতিক অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন— এই চার মাপকাঠির ভিত্তিতে প্রতি বছর এই সূচক প্রকাশ করে সংস্থাটি।

সূচকে এবার শূন্য দশমিক ৭২২ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৬৫তম। গতবার অর্থাৎ ২০২২ সালে শূন্য দশমিক ৭১৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৭১তম। ২০১৪ সাল থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছে বাংলাদেশ। সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পর রয়েছে ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার, মালদ্বীপ, ভারত ও পাকিস্তান।

চলতি বছরে সূচকে শূন্য দশমিক ৯১২ স্কোর নিয়ে শীর্ষ স্থানে রয়েছে আইসল্যান্ড। এরপরই রয়েছে নরওয়ে, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, সুইডেন, জার্মানি, নিকারাগুয়া, নামিবিয়া, লিথুয়ানিয়া ও বেলজিয়াম।

এ ছাড়া শূন্য দশমিক ৪০৫ স্কোর নিয়ে সূচকে একেবারে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।

২০০৬ সাল থেকে নারী-পুরুষ লিঙ্গ সমতা সূচক প্রকাশ করে আসছে ডব্লিউইএফ। সূচকে প্রতিটি দেশের অবস্থান নির্ধারণ করা হয় ১ স্কোরের ভিত্তিতে। কোনো দেশ ১ স্কোর পেলে সেই দেশে নারী-পুরুষ সমঅধিকার শতভাগ, আর শূন্য পেলে একেবারে অধিকার বঞ্চিত হিসেবে ধরা হয়।

সূত্র: রয়টার্স, এপি

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে ১২ ধাপ উন্নতি বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

নারী-পুরুষের বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে টানা নবমবারের মতো দক্ষিণ এশিয়ায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। তবে এবার সূচকে ৬ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।

মঙ্গলবার (২০ জুন) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ-২০২৩’ শীর্ষক লিঙ্গ সমতা সূচক প্রকাশ করেছে। অর্থনৈতিক অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন— এই চার মাপকাঠির ভিত্তিতে প্রতি বছর এই সূচক প্রকাশ করে সংস্থাটি।

সূচকে এবার শূন্য দশমিক ৭২২ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৬৫তম। গতবার অর্থাৎ ২০২২ সালে শূন্য দশমিক ৭১৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৭১তম। ২০১৪ সাল থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছে বাংলাদেশ। সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পর রয়েছে ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার, মালদ্বীপ, ভারত ও পাকিস্তান।

চলতি বছরে সূচকে শূন্য দশমিক ৯১২ স্কোর নিয়ে শীর্ষ স্থানে রয়েছে আইসল্যান্ড। এরপরই রয়েছে নরওয়ে, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, সুইডেন, জার্মানি, নিকারাগুয়া, নামিবিয়া, লিথুয়ানিয়া ও বেলজিয়াম।

এ ছাড়া শূন্য দশমিক ৪০৫ স্কোর নিয়ে সূচকে একেবারে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।

২০০৬ সাল থেকে নারী-পুরুষ লিঙ্গ সমতা সূচক প্রকাশ করে আসছে ডব্লিউইএফ। সূচকে প্রতিটি দেশের অবস্থান নির্ধারণ করা হয় ১ স্কোরের ভিত্তিতে। কোনো দেশ ১ স্কোর পেলে সেই দেশে নারী-পুরুষ সমঅধিকার শতভাগ, আর শূন্য পেলে একেবারে অধিকার বঞ্চিত হিসেবে ধরা হয়।

সূত্র: রয়টার্স, এপি