বাবা দিবস’ উপলক্ষে প্রকাশিত হচ্ছে শিশুশিল্পী আতিকা রহমান মম’র ‘সময়ের সিঁড়ি বেয়ে’ গানের ভিডিও। ভিডিওটিতে প্রথমবারের মতো মডেল হিসেবে দেখা যাবে চিত্রনায়ক ওমর সানীকে। আর ওমর সানীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন শিল্পী মম নিজেই।
মনিরুজ্জামান মনিরের কথায় ‘সময়ের সিঁড়ি বেয়ে’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। গানটির কথাগুলো এমন- ‘সময়ের সিঁড়ি বেয়ে/ আমি গেছি বড় হয়ে/ জানি না কখন যে হায়/ ডাকবে কি বাবা আর স্নেহমাখা সুরে আমায়।’ থ্রী-ডি প্রোডাকশনের ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোঃ আতিকুর রহমান। মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে গাজীপুরের হোতাপাড়ার খতিব খামার বাড়িতে। এতে মম’র ছোটবেলার দৃশ্যে মডেল হয়েছে তারই ছোট বোন আনিকা রহমান ইরা।
এ প্রসঙ্গে শিশুশিল্পী আতিকা রহমান মম বলেন, ‘যেসব ছেলে-মেয়েদের বাবা নেই বা ছোটবেলাতেই তাদের বাবাকে হারিয়েছে, তাদেরকে উৎসর্গ করেই আমার এই গানটি। গানে দেখা যাবে বাবার স্বপ্ন পূরণ করতেই আমি সংগীতশিল্পী হয়েছি। অথচ একটি সড়ক দুর্ঘটনায় বাবা নিজেই আমার জীবন থেকে হারিয়ে যান। গানের ভিডিওটিতে চিত্রনায়ক ওমর সানীকে আমার বাবা হিসেবে পেয়ে আমি ধন্য। তার আন্তরিকতা ও ভালোবাসায় ভিডিওটি দর্শকদের মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।’
চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘মম শিশুশিল্পী হলেও তার গায়কীর মধ্যে ভিন্নতা আছে যা শ্রোতাদেরকে আকৃষ্ট করবে। আর ‘সময়ের সিঁড়ি বেয়ে’ গানের ভিডিওটির কাহিনী বেশ আবেগঘন, যা দর্শকদের চোখে পানি আসতে বাধ্য করবে। কিছুটা ফিল্মিক হওয়ায় ভিডিওটির শেষ দৃশ্য পর্যন্ত উপভোগ্য। আমার বিশ্বাস দর্শকরা এটি পছন্দ করবেন।’
মিউজিক ভিডিওটির নির্মাতা মোঃ আতিকুর রহমান বলেন, ‘বাবা দিবসকে সামনে রেখে ‘সময়ের সিঁড়ি বেয়ে’ গানের মিউজিক ভিডিওটি একটি ম্যাসেজ ভিত্তিক কাজ। আর এতে চিত্রনায়ক ওমর সানী কাজ করে ভিডিওটিকে করেছেন সমৃদ্ধ। আশা দর্শক-শ্রোতাদের কাছে এটি ভালো লাগবে।’
নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১৯ জুন বাবা দিবসে মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি দেয়া হবে এবং একই সাথে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে।