জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় বাংলাদেশ সর্বসম্মতভাবে এ পদের জন্য নির্বাচিত হল।
চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এই অধিবেশনের জন্য জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশের নাম প্রস্তাব করা হয়েছিল। এশিয়া-প্যাসিফিকেরই আরেক দেশ ফিজি এই ৭১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে।
নির্বাচিত সভাপতি ফিজির পিটার টমসন ইউএনজিএ’র বর্তমান সভাপতি ডেনমার্কের মোজেনস লিককিটপ্টের স্থলাভিষিক্ত হচ্ছেন। গোপন ব্যালটের ভোটে সাইপ্রাসের আন্দ্রেয়া ডি. মাভরোআান্নিসকে হারিয়ে পিটার টমসন সভাপতি নির্বাচিত হন ।
বিভিন্ন আঞ্চলিক গ্রুপ থেকে বাংলাদেশসহ মোট ১৫টি দেশ সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। জাতিসংঘের নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশও বরাবরের মত এই ১৫টি দেশের মধ্যে রয়েছে।