ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশের দেয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ জবাব দিচ্ছিল আয়ারল্যান্ড। শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের জোড়া আঘাতে হোঁচট খায় আইরিশ দলটি। তারপরও রানের চাকা থেমে নেই তাদের। তবে বৃষ্টি এসে থামিয়ে দিয়েছে খেলা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ৩৭ বলে ২১ এবং লোরকান টাকার ৪ বলে ২ রানে অপরাজিত রয়েছেন। ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে প্রথম আঘাত হানেন পেসার শরিফুল। ওপেনার পল স্টার্লিংকে মিরাজের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন। আউট হওয়ার আগে ১০ বলে ১৫ রান করেন।
পরের ওভারেই অ্যান্ড্রু ব্যালবির্নেকে বোল্ড করেন পেসার হাসান মাহমুদ। আয়ারল্যান্ড অধিনায়ক ৯ বল খেলে করেন ৫ রান। এরপর হ্যারি টেক্টর ও স্টিফেন ডোহেনি ছোট জুটি গড়ে তোলেন। ১৬তম ওভারে এসে ওই জুটি ভেঙ্গে দেন স্পিনার তাইজুল ইসলাম। ডোহেনি আউট হন ১৭ রানে। এরপর আসে বৃষ্টির বাধা।
এরআগে, টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান আয়ারল্যান্ড অধিনায়ক ব্যালবির্নে। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান তোলে টাইগার বাহিনী। সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিকুর রহিম। ৪৪ রান আসে নাজমুল হোসেন শান্তর থেকে।
আয়ারল্যান্ডের জশ লিটল ৬১ রানে ৩টি, মার্ক অ্যাডাইর ৪৪ রানে ২টি ও গ্রাহাম হিউম ৩২ রানে ২টি উইকেট নেন। কার্টিস ক্যাম্ফের ও জর্জ ডকরেল একটি করে উইকেট নেন।