ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৩০ আসনও পাবে কি না, ভেবে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • ১০০ বার

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা শুধু মানুষের কথাই ভাবেন। শুধু সে কারণেই এত ষড়যন্ত্রের মধ্যেও আল্লাহর রহমতে তিনি টানা ১৪ বছর ক্ষমতায় আছেন। শেখ হাসিনার জনপ্রিয়তার কারণে ওরা ভোটে জিতবে না জেনেই নির্বাচনকে বানচাল করতে চায়, প্রয়োজনে তাকে হত্যা করতে চায়।’

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে গুলশানে সিটি করপোরেশন মার্কেটের সামনে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পরিশ্রম করেন যে, ঘুমানোর সুযোগ পান না। শেখ হাসিনা দিনে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। আমরা তার পরিশ্রম দেখে মুগ্ধ হয়ে যাই।’

তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবার বাংলাদেশের রাজনীতিতে সততা, সাহস, মেধার প্রতীক। দেশ ও দেশের মানুষ ছাড়া তারা কিছুই ভাবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সারা দুনিয়া শেখ হাসিনাকে একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করে। শেখ হাসিনার ছেলেমেয়ের কোনো হাওয়া ভবন নেই, বিকল্প ক্ষমতার কেন্দ্র নেই। শেখ রেহানা লন্ডনে বাসে, ট্রামে ও ট্রেনে চড়েন। সেখানে তার কোনো গাড়িও নেই। জয় কখন আসেন, আবার কখন চলে যান, তা আমরাও টের পাই না। শেখ হাসিনা তার ছেলেকে ব্যবসা করতে দেননি। তিনি চাকরি করে খান। শেখ রেহানার ছেলেমেয়েরাও তাই।’

এ সময় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

৩০ আসনও পাবে কি না, ভেবে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৯:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা শুধু মানুষের কথাই ভাবেন। শুধু সে কারণেই এত ষড়যন্ত্রের মধ্যেও আল্লাহর রহমতে তিনি টানা ১৪ বছর ক্ষমতায় আছেন। শেখ হাসিনার জনপ্রিয়তার কারণে ওরা ভোটে জিতবে না জেনেই নির্বাচনকে বানচাল করতে চায়, প্রয়োজনে তাকে হত্যা করতে চায়।’

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে গুলশানে সিটি করপোরেশন মার্কেটের সামনে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পরিশ্রম করেন যে, ঘুমানোর সুযোগ পান না। শেখ হাসিনা দিনে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। আমরা তার পরিশ্রম দেখে মুগ্ধ হয়ে যাই।’

তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবার বাংলাদেশের রাজনীতিতে সততা, সাহস, মেধার প্রতীক। দেশ ও দেশের মানুষ ছাড়া তারা কিছুই ভাবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সারা দুনিয়া শেখ হাসিনাকে একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করে। শেখ হাসিনার ছেলেমেয়ের কোনো হাওয়া ভবন নেই, বিকল্প ক্ষমতার কেন্দ্র নেই। শেখ রেহানা লন্ডনে বাসে, ট্রামে ও ট্রেনে চড়েন। সেখানে তার কোনো গাড়িও নেই। জয় কখন আসেন, আবার কখন চলে যান, তা আমরাও টের পাই না। শেখ হাসিনা তার ছেলেকে ব্যবসা করতে দেননি। তিনি চাকরি করে খান। শেখ রেহানার ছেলেমেয়েরাও তাই।’

এ সময় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।