প্রধানমন্ত্রী জাপান সফরে যাচ্ছেন ২৫ এপ্রিল

চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর এই সফর শুরু হবে। এতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে এই সফরে দেশটির সম্রাটের সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।

২০২০ সালের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ শুরু করলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা পিছিয়ে যায়।

এরপর ২০২২ সালের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সম্ভাব্য সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের প্রস্তুতি নিচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তর।

গত ২৭ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য তারিখ হিসেবে ওই সময়ের কথা জানানো হয়েছিল।

কিন্তু ঢাকায় জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকের সঙ্গে বৈঠকের পর ২৪ নভেম্বর সফরটি পেছানোর কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর