আইপিএল রেখে মোস্তাফিজরা কি আয়ারল্যান্ড সিরিজ খেলবেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরে অংশ নিতে ভারত সফরে আছেন দেশের দুই তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস।

আগামী ৯, ১২ ও ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে বাংলাদেশ দল।

আসন্ন এ সফরকে সামনে রেখে রোববার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের সেই দলে আছেন লিটন ও মোস্তাফিজ।

আইপিএলের মাঝপথে লিটন-মোস্তাফিজরা ইংল্যান্ড সফরে গিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আমরা সব কিছু ঠিক করে নিশ্চিত হয়েই লিটন ও মোস্তাফিজকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে নিয়েছি। তারা অবশ্যই তখন আইপিএল ছেড়ে জাতীয় দলের সফরসঙ্গী হবে।

নান্নুর আশা আগামী ১-২ মে টাইগাররা ইংল্যান্ডের চেমসফোর্ড যাওয়ার আগেই দলের সঙ্গে যোগ দেবেন লিটন-মোস্তাফিজরা।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর