কেন তারাবির নামাজ পড়তে চেয়েছিলেন জানালেন মরক্কোর কোচ

বিশ্বকাপে যেখান থেকে শেষ করেছিলো, ঠিক সেখান থেকেই যেন শুরু করলো কাতারে রূপকথার জন্ম দেওয়া মরক্কো। নিজেদের মাটিতে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বকাপজয়ী ও ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ দল ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে মরক্কো।

ব্রাজিলকে হারানোর পরও বিশ্বাস হচ্ছিলো না মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগির। ব্রাজিলের বিপক্ষে জয় সত্যিই ঘটেছে কিনা তা নিশ্চিত করতে তারাবির নামাজ পড়তে চেয়েছিলেন তিনি।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শেষে ওয়ালিদ রেগ্রাগি বলেন, ‘বিশ্বকাপের পর মাঠে নেমে আমরা জিততে চেয়েছিলাম এবং সেটাই পেরেছি। আমরা খুবই খুশি কারণ, ইতিহাসে প্রথমবার ব্রাজিলকে হারাল মরক্কো। তারা ফিফা র‍্যাংকিংয়ের এক নম্বর দল।’

বেশ কিছু ফুটবলার না থাকলেও ব্রাজিল শক্তিশালী দল মন্তব্য করে তিনি আরও বলেন, ‘বেশ কয়েকজন ফুটবলার এখানে না থাকা সত্ত্বেও ব্রাজিল খুবই উঁচু মানের একটি দল। আমাদেরও চোট জনিত সমস্যা ছিল, কিন্তু আমরা লিড ধরে রাখার মানসিকতা দেখিয়েছি।’

ব্রাজিলের বিপক্ষে পাওয়া জয় বিশ্বাস হচ্ছিলো না মরক্কোর কোচের। ওয়ালিদ রেগ্রাগি বলেন, ‘এখন রমজান মাস চলছে। ব্রাজিলের বিপক্ষে জয় সত্যিই ঘটেছে কিনা তা নিশ্চিত করার জন্য আমাদের গিয়ে তারাবির নামাজ পড়তে হবে। এখন আমরা উদযাপন করতে যাচ্ছি, কিন্তু আমাদের আরও অনেক দূর যেতে হবে।’

সূত্র: স্কাই স্পোর্টস

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর