ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি ইটনা উপজেলার আয়োজনে “পানি ও স্যানিটেশন সংকট সমাধানের জন্য, পরিবর্তনের প্রক্রিয়া তরান্বিতকরণ” শ্লোগানে বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে বুধবার সকালে সদরের রাজেন্দ্র আশালতা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি বর্নাঢ্য র্যালী বাহির করা হয়। র্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় পানির অপচয় রোধে প্রতিশ্রুতি দিয়ে গন স্বাক্ষর কর্মসূচি ও উপজেলা ব্যাপী মাইকিং করে গন সচেতনতা কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ব্র্যাকের উপজেলা ম্যানেজার আব্দুস সালাম, রাজেন্দ্র আশালতা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন্টু রায়, ব্র্যাকের ডিপুটি ম্যানেজার মোঃ শহীদুল্লাহ, রফিকুল ইসলাম, সাংবাদিক বাহাদুল মিয়া প্রমুখ।