ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘আগ্রাসী ব্র্যান্ড’ ধরে রেখেই সিরিজ জয়ের অপেক্ষা বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • ১২৮ বার

আয়ারল‌্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম‌্যাচে ৮ উইকেটে ৩৩৮ রান করে দলগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পর বাংলাদেশ জয়ের ক্ষেত্রে গড়েছে নতুন রেকর্ড। জিতেছে ১৮৩ রানের ব‌্যবধানে। যা রানের ব‌্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এমন একটি সহজলব্ধ জয়ের পর আজ (১৯ মার্চ) ক্রিকেটারদের দেওয়া হয়েছিল ছুটি। ছিল না কোনো অনুশীলন। তারপরও অধিনায়ক তামিম ইকবালসহ কয়েকজন এসেছিলেন অনুশীলনে।

আগামীকাল (২০ মার্চ) বাংলাদেশ খেলবে সিরিজ জয়ের জন‌্য দ্বিতীয় ম‌্যাচ। বাংলাদেশের খেলা থাকবে, আর আগের দিন দলের প্রতিনিধি হয়ে কেউ কথা বলবেন না, তা কি হয়? সেই অভাব দূর করতে এগিয়ে আসেন দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। আজ ছিল আবার তার ৪৫তম জন্মদিনও। জন্মদিনে বাংলাদেশ দলকে নিয়ে তিনি জানালেন ভেতরের কথা। যা অবশ‌্য আগেই বের হয়ে এসেছে দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের জবানিতে। বাংলাদেশের মূল‌্য লক্ষ‌্য বিশ্বকাপ। আয়ারল‌্যান্ডের বিপক্ষে সিরিজ তাই বিশ্বকাপের প্রস্তুতির অংশ। থাকবে ক্রিকেটারদের পরখ করে নেওয়াটাও। আর সবকিছুর যোগফল হবে ‘জয়’।

প্রথম ম‌্যাচে বাংলাদেশ যে দলগত ও জয়ের যে নতুন দুই রেকর্ড গড়েছে, তা সম্ভব হয়েছে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে। আগামী বিশ্বকাপের খেলা হবে ভারতে। ব‌্যাটিং সহায়ক হবে ধরে নিয়েই আয়ারল‌্যান্ডের বিপক্ষে সিরিজেও পিচ ব‌্যাটিংবান্ধব করা হয়েছে। যার শতভাগ ব‌্যবহার বাংলাদেশের ব‌্যাটাররা করে দেখাতে পেরেছেন। আজ রঙ্গনা হেরাথ বলেন, ‘সামনে বিশ্বকাপ। বিষয়টি আমাদের মাথায় আছে। পরবর্তী ম‌্যাচগুলোতে কী ধরনের উইকেট হতে পারে তা আমরা আন্দাজ করতে পারছি। আমরা যে কোনো ধরনের উইকেটে খেলতে প্রস্তুত আছি।’

হাথুরুসিংহে দলে যোগ দেওয়ার পর বাংলাদেশ দলের জয়ের পাল্লায় ভারী। প্রথম দুইটি ওয়ানডে ম‌্যাচে ইংল‌্যান্ডের কাছে হারের পর টানা ৫ ম‌্যাচ জিতেছে। যেখানে আছে ইংল‌্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ও তিনটি টি-টেয়েন্টি এবং আয়ারল‌্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম‌্যাচ। হেরাথ হাথুরুসিংহের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। তিনি বলেন, ‘হাথুরুসিংহে খুবই দারুণভাবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন। তিনি দলের ক্রিকেটার ও কোচদের অনেক বেশি ইনপুট দিচ্ছেন। তিনি তার সামর্থ‌্য ঢেলে দিয়ে দলকে গোছাচ্ছেন।’

সবকিছুর সারকথা জয়। প্রথম ম‌্যাচ জেতার পর এখন সিরিজ জেতার পালা। তার জন‌্য প্রয়োজন আগামীকাল ২০ মার্চ দ্বিতীয় ম‌্যাচ। সেই ম‌্যাচ জিততে পারলে পরে আসবে হোয়াইটওয়াশ করার বিষয়টি। তাই আপাতত ভাবনা সিরিজ জেতা ম‌্যাচ নিয়ে। এ প্রসঙ্গে হেরাথ বলেন, ‘প্রথম ম‌্যাচ আমরা যেভাবে খেলেছি, আশা করছি দ্বিতীয় ম‌্যাচও একইভাবে খেলব। নিজেদের ব্র‌্যান্ডের খেলাই আমরা খেলতে চাই। প্রথম ম‌্যাচে সবার পারফরম‌্যান্স ছিল এক কথায় চমৎকার। শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর সাকিব ও হৃদয় যেভাবে ব‌্যাট করেছে, পরে মুশফিক, এমনকি ইয়াসির আলীও এরকম আগ্রাসী মনোভাব ছিল দারুণ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘আগ্রাসী ব্র্যান্ড’ ধরে রেখেই সিরিজ জয়ের অপেক্ষা বাংলাদেশ

আপডেট টাইম : ১২:৩৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

আয়ারল‌্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম‌্যাচে ৮ উইকেটে ৩৩৮ রান করে দলগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পর বাংলাদেশ জয়ের ক্ষেত্রে গড়েছে নতুন রেকর্ড। জিতেছে ১৮৩ রানের ব‌্যবধানে। যা রানের ব‌্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এমন একটি সহজলব্ধ জয়ের পর আজ (১৯ মার্চ) ক্রিকেটারদের দেওয়া হয়েছিল ছুটি। ছিল না কোনো অনুশীলন। তারপরও অধিনায়ক তামিম ইকবালসহ কয়েকজন এসেছিলেন অনুশীলনে।

আগামীকাল (২০ মার্চ) বাংলাদেশ খেলবে সিরিজ জয়ের জন‌্য দ্বিতীয় ম‌্যাচ। বাংলাদেশের খেলা থাকবে, আর আগের দিন দলের প্রতিনিধি হয়ে কেউ কথা বলবেন না, তা কি হয়? সেই অভাব দূর করতে এগিয়ে আসেন দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। আজ ছিল আবার তার ৪৫তম জন্মদিনও। জন্মদিনে বাংলাদেশ দলকে নিয়ে তিনি জানালেন ভেতরের কথা। যা অবশ‌্য আগেই বের হয়ে এসেছে দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের জবানিতে। বাংলাদেশের মূল‌্য লক্ষ‌্য বিশ্বকাপ। আয়ারল‌্যান্ডের বিপক্ষে সিরিজ তাই বিশ্বকাপের প্রস্তুতির অংশ। থাকবে ক্রিকেটারদের পরখ করে নেওয়াটাও। আর সবকিছুর যোগফল হবে ‘জয়’।

প্রথম ম‌্যাচে বাংলাদেশ যে দলগত ও জয়ের যে নতুন দুই রেকর্ড গড়েছে, তা সম্ভব হয়েছে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে। আগামী বিশ্বকাপের খেলা হবে ভারতে। ব‌্যাটিং সহায়ক হবে ধরে নিয়েই আয়ারল‌্যান্ডের বিপক্ষে সিরিজেও পিচ ব‌্যাটিংবান্ধব করা হয়েছে। যার শতভাগ ব‌্যবহার বাংলাদেশের ব‌্যাটাররা করে দেখাতে পেরেছেন। আজ রঙ্গনা হেরাথ বলেন, ‘সামনে বিশ্বকাপ। বিষয়টি আমাদের মাথায় আছে। পরবর্তী ম‌্যাচগুলোতে কী ধরনের উইকেট হতে পারে তা আমরা আন্দাজ করতে পারছি। আমরা যে কোনো ধরনের উইকেটে খেলতে প্রস্তুত আছি।’

হাথুরুসিংহে দলে যোগ দেওয়ার পর বাংলাদেশ দলের জয়ের পাল্লায় ভারী। প্রথম দুইটি ওয়ানডে ম‌্যাচে ইংল‌্যান্ডের কাছে হারের পর টানা ৫ ম‌্যাচ জিতেছে। যেখানে আছে ইংল‌্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ও তিনটি টি-টেয়েন্টি এবং আয়ারল‌্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম‌্যাচ। হেরাথ হাথুরুসিংহের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। তিনি বলেন, ‘হাথুরুসিংহে খুবই দারুণভাবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন। তিনি দলের ক্রিকেটার ও কোচদের অনেক বেশি ইনপুট দিচ্ছেন। তিনি তার সামর্থ‌্য ঢেলে দিয়ে দলকে গোছাচ্ছেন।’

সবকিছুর সারকথা জয়। প্রথম ম‌্যাচ জেতার পর এখন সিরিজ জেতার পালা। তার জন‌্য প্রয়োজন আগামীকাল ২০ মার্চ দ্বিতীয় ম‌্যাচ। সেই ম‌্যাচ জিততে পারলে পরে আসবে হোয়াইটওয়াশ করার বিষয়টি। তাই আপাতত ভাবনা সিরিজ জেতা ম‌্যাচ নিয়ে। এ প্রসঙ্গে হেরাথ বলেন, ‘প্রথম ম‌্যাচ আমরা যেভাবে খেলেছি, আশা করছি দ্বিতীয় ম‌্যাচও একইভাবে খেলব। নিজেদের ব্র‌্যান্ডের খেলাই আমরা খেলতে চাই। প্রথম ম‌্যাচে সবার পারফরম‌্যান্স ছিল এক কথায় চমৎকার। শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর সাকিব ও হৃদয় যেভাবে ব‌্যাট করেছে, পরে মুশফিক, এমনকি ইয়াসির আলীও এরকম আগ্রাসী মনোভাব ছিল দারুণ।’