পিটের চোট যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে শ্রেয়াস আইয়ারের। আরও একটি সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের এই মিডল-অর্ডার ব্যাটার। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি।
বুধবার (১৫ মার্চ) তাকে (আইয়ার) না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের ফিল্ডিং কোচ টি. দিলিপি।
জানা গেছে, অনেকদিন ধরেই পিঠের চোটে ভুগছেন আইয়ার। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না। ইনজুরির কারণে খেলতে পারেননি অজিদের বিপক্ষে নাগপুর টেস্টেও। তবে অজিদের সঙ্গে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিরেছিলেন তিনি, কিন্তু খুবটা লাভ হয়নি ভারতের। আর ইন্দোর ও আহমেদাবাদ টেস্টের একাদশে থাকলেও শেষ পর্যন্ত ইনজুরির কাছেই পরাজয় মেনেছেন এই মিডল-অর্ডার ব্যাটার।
এবার পিঠের ইনজুরির কারণে স্মিথদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না শ্রেয়াস। ক্রিকেটের সীমিত ওভারের সংস্করণে এখন পর্যন্ত ৪২ ম্যাচ খেলেছেন আইয়ার। ৪৬ দশমিক ৬ গড়ে এই সংস্করণে তার মোট রান এক হাজার ৬৩১। দুই শতকের সঙ্গে ১৪টি হাফ-সেঞ্চুরি আছে এই ব্যাটারের।
এদিকে পারিবারিক কারণে এই সিরিজে খেলছেন না ভারতের ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তার পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।
উল্লেখ্য, আগামী শুক্রবার (১৭ মার্চ) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। আর দ্বিতীয় ওডিআই ১৯ মার্চ এবং তৃতীয় ওয়ানডে ২২ মার্চ অনুষ্ঠিত হবে।